ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পিকআপের ধাক্কায় নারী পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু

প্রকাশিত: ০৬:২৪, ১৯ আগস্ট ২০১৭

রাজধানীতে পিকআপের ধাক্কায় নারী পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে দু’জনের লাশ উদ্ধার হয়েছে। উত্তরায় পিকআপ ভ্যানের ধাক্কায় নারী পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। এদিকে চকবাজারে দুর্বৃত্তরা ডিবির পুলিশের এক সোর্সকে কুপিয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোঃ মাসুদ আহমেদ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জে। শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে মাসুদের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। যাত্রাবাড়ী থানার এসআই মোঃ কামাল হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে রাস্তায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসআই কামাল হোসেন জানান, মৃত ব্যক্তির কাছে থাকা ব্যগের ভেতরে কাগজের মাধ্যমে তার নাম জানা গেছে। পরে সেখান থেকে পরিবারের লোকজনের মোবাইল নম্বরে যোগাযোগ করে মাসুদের পরিচয় জানা গেছে। খবর পেয়ে শুক্রবার সকালে পরিবারের লোকজন ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে এসে মাসুদের লাশ শনাক্ত করেন। নিহতের পরিববার জানান, বৃহস্পতিবার মাসুদ গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন। এসআই কামাল হোসেন জানান, অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন কিনা তা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। কারণ তার শরীরে কোন আঘাত বা জখমের চিহ্নও ছিল না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। এদিকে একই সময় রাজধানীর যাত্রাবাড়ীতে প্রেমিকার সামনে ছাদ থেকে লাফিয়ে পড়ে তুষার (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তুষারের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর করাতিটোলায় একটি বাড়ির ছাদে পারিবারিক বিষয় নিয়ে প্রেমিকার সঙ্গে তুষারের ঝগড়া হয়। এক পর্যায়ে প্রেমিকার ওপর অভিমান করে তুষার ছাদ থেকে লাফ দেয়। নিচে পড়ে গুরুতর আহত হয় তুষার। পরে তাকে উদ্ধার করে গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনা রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যানের ধাক্কায় হায়াতুন্নেছা (৪৫) নামের এক নারী নিহত হয়েছে। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী। তার স্বামীর নাম জায়েদ আলী। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার বাবুখালী গ্রামে। এদিকে শুক্রবার বিকেলে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৮টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরের জসিমউদ্দিন রোডে রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন পরিচ্ছন্নকর্মী হায়াতুন্নেছা। এ সময় একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডিবির সোর্সকে কুপিয়েছে রাজধানীর চকবাজারে দুর্বৃত্তরা ডিবি পুলিশের সোর্স মোঃ তানভীরকে (২৫) কুপিয়েছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চকবাজার থানার এএসআই সাঈদ জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে চকবাজারর থানার রজনী ঘোষ রোডে স্থানীয় মাদক ব্যবসায়ী হাসান ও মামুনসহ ৭-৮ জন তানভীরকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আহত তানভীর পুলিশের সোর্সের কাজ করত।
×