ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার নৌপ্রধান হিসেবে নিয়োগ পেলেন তামিল

প্রকাশিত: ০৬:২২, ১৯ আগস্ট ২০১৭

শ্রীলঙ্কার নৌপ্রধান হিসেবে নিয়োগ পেলেন তামিল

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা শুক্রবার দেশের তামিল সংখ্যালঘুদের মধ্য থেকে নৌবাহিনীর প্রধান হিসেবে এক কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন। ৪৫ বছর আগে তামিল বিচ্ছিন্নতাবাদী লড়াই শুরু হওয়ার পর এই প্রথম একজন তামিলকে এ পদে নিয়োগ দেয়া হলো। খবর এএফপির। ১৯৭০ সালের পরে সামরিক বাহিনীর একটি শাখার প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত রিয়ার এডমিরাল ত্রাবিস সিনিয়াহ হচ্ছেন প্রথম তামিল যদিও শ্রীলঙ্কায় জনসংখ্যার প্রায় ১৫ শতাংশই তামিল। তামিল বিচ্ছিন্নবাদীরা জাতিগত সংখ্যালঘুদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের জন্য সশস্ত্র লড়াই শুরু করে ১৯৭২ সালে। এ লড়াইয়ের অবসান হয় ২০০৯ সালে। রিয়ার এডমিরাল ত্রাবিস সিনিয়াহ কয়েক দশক ধরে শ্রীলঙ্কার নৌবাহিনীতে বেশ আনুগত্যের সঙ্গে কর্মরত রয়েছেন। তিনি শুক্রবার নৌপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। প্রেসিডেন্ট টুইটারে এ কথা বলেছেন। ১৯৭২ থেকে ২০০৯ পর্যন্ত শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী লড়াইয়ে অন্তত ১ লাখ লোক নিহত হয়।
×