ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৬:২১, ১৯ আগস্ট ২০১৭

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে হত্যার হুমকি

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে হত্যার হুমকি দিয়ে ফতোয়া জারি করা হয়েছে ফেসবুকের একটি এ্যাকাউন্ট থেকে। রিয়া রায় নামের একটি এ্যাকাউন্ট থেকে প্রবীণ এই কমিউনিস্ট নেতা ও মুখ্যমন্ত্রী মানিক সরকারের মাথার দাম ধার্য করা হয়েছে সাড়ে পাঁচ লাখ রুপী। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। খবর জি নিউজ অনলাইনের। ফেসবুকে রিয়া রায় নামের ওই এ্যাকাউন্টের পোস্টে বলা হয়েছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানুষটি একের পর এক অপরাধ করে চলেছেন। তাই ওয়ার্ল্ড এ্যান্টি কমিউনিস্ট কাউন্সিলের পক্ষ থেকে আমরা জারি করছি ফতোয়া। তার মু-ুচ্ছেদ করতে পারলে তাকে সাড়ে পাঁচ লাখ রুপী দেয়া হবে। ব্যাংক এ্যাকাউন্টের বিবরণ পাঠালে ফতোয়া কার্যকরের পরই পৌঁছে যাবে এই অর্থ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, রিয়া রায় নামের ওই এ্যাকাউন্টটি ভূয়া। আপাতত এ্যাকাউন্টটি বন্ধ রাখা হয়েছে। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার পশ্চিম থানার সেকেন্ড অফিসার মানস পাল জানিয়েছেন, থানার ওসি রাখাল মিত্র এ ঘটনার তদন্ত করছেন।
×