ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউরোপে পর্যটকরা টার্গেট, আইএসের হামলা বৃদ্ধি

প্রকাশিত: ০৬:২১, ১৯ আগস্ট ২০১৭

ইউরোপে পর্যটকরা  টার্গেট, আইএসের  হামলা বৃদ্ধি

সিরিয়া ও ইরাকে ভূখ- হারানোর পর ইউরোপে পর্যটকদের টার্গেট করে হামলা বাড়িয়েছে আইএস। বৃহস্পতিবার রাতে বার্সিলোনায় গাড়ি হামলা তারই সর্বশেষ দৃষ্টান্ত। কিভাবে ব্যাপক সংখ্যক লোককে হত্যা করা যায় সে বিষয়ে জঙ্গী গ্রুপটি অনুসারীদের উদ্দেশে একটি নির্দেশনা দিয়েছে। এতে ট্রাক, ভ্যান ও কার ব্যবহার করে মানুষ হত্যার পাশাপাশি ছুরিকাঘাত, বোমাবাজি ও লোকজনকে জিম্মি করা কলাকৌশল ব্যাখ্যা করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট। বৃহস্পতিবারের হামলার সঙ্গে আইএস জড়িত কিনা সেটি নিশ্চিত হওয়া না গেলেও এর সঙ্গে তারা আগে ইউরোপের বিভিন্ন জায়গায় যে ধরনের হামলা চালিয়েছে তার মিল রয়েছে। গত বছর ১৪ জুলাই ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে যোগ দিতে আসা মানুষের ভিড়ে ট্রাক উঠিয়ে ৮৬ জনকে হত্যার এক বছরের মাথায় একই ধরনের হামলা হলো। ওই হামলারও দায় স্বীকার করেছিল আইএস। ১২ ডিসেম্বর বার্লিনের এক ক্রিসমাস মার্কেটে লরি নিয়ে হামলা চালানো হয়েছিল। যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ব্রিজে চলতি বছর কার নিয়ে এ ধরনের একটি হামলা চালানো হয়। স্টকহোমের ডিপার্টমেন্ট স্টোরেও চালানো হয়েছিল অনুরূপ একটি হামলা যাতে আটজন নিহত হয়েছিল। জুনে লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে চালানো হামলায় নিহত হয় আটজন। সিরিয়া ও ইরাকে একের পর এক ভূখ- হারানোর পর জঙ্গী গ্রুপটি ইউরোপে পর্যটক ও পথচারীদের টার্গেট করে হামলা বাড়িয়েছে।
×