ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরদার ইয়াকুব খান পিএমএল-এনের ভারপ্রাপ্ত সভাপতি

প্রকাশিত: ০৬:২০, ১৯ আগস্ট ২০১৭

সরদার ইয়াকুব খান পিএমএল-এনের ভারপ্রাপ্ত সভাপতি

পার্টির কয়েকজন সিনিয়র সদস্যের আপত্তি শর্তেও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) কেন্দ্রীয় নির্বাহী কমিটি বৃহস্পতিবার সরদার ইয়াকুব খান নাসারকে পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করেছে। ইসলামাবাদের পাঞ্জাব হাউসে পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে পিএমএল-এন চেয়ারম্যান রাজা জাফরুল হক, নাসারের নাম প্রস্তাব করেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। আগামী ৭ সেপ্টেম্বর পার্টির স্থায়ী সভাপতির নাম ঘোষণা করা হবে বলেও কমিটি ঘোষণা করেছে। দেশটির সুপ্রীমকোর্ট সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে তার পদে থাকার ‘অযোগ্য’ ঘোষণা করলে এই পদটি ফাঁকা হয়ে যায়। অযোগ্যতার শর্তসমূহ নওয়াজকে পার্টির প্রধান হিসেবেও ‘অবৈধ’ ঘোষণা করেছে এবং পার্টির জন্য নতুন কাউকে নির্বাচিত করতে পাকিস্তান নির্বাচন কমিশন পিএমএল-এনকে নির্দেশ দিয়েছে। নওয়াজ শরীফ অনুমোদন দেয়ার পর বুধবারই এ পদের জন্য আলোচনায় চলে আসে সিনেটর নাসেরের নাম। সূত্রগুলো জানায়, এ পদের জন্য আনুষ্ঠানিকভাবে নাসেরের নাম ঘোষণার আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার ইয়াকুব খানের বিষয়ে আপত্তি করেন। পার্টির বিষয়ে চৌধুরী নিসার একরোখা ও নাছোড়বান্দা হিসেবে পরিচিত। সূত্র জানায়, নিসার প্রশ্ন রাখেন, ‘লাহোরেই যদি ইতোমধ্যে সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে, তাহলে ইসলামাবাদে কেন বৈঠক ডাকা হয়েছে?’ অন্য আরেকটি সূত্র নিশ্চিত করেছে, রেলমন্ত্রী খাঁজা সাদ রফিক নিসারের সঙ্গে একমত পোষণ করেছেন। এক্সপ্রেস ট্রিবিউনকে অন্য আরেক মন্ত্রী জানান, যেভাবে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে তিনিও তা অনুমোদন করেন না। গত ৮ আগস্ট দেশটির নির্বাচন কমিশন (ইসিপি) পিএমএল-এনকে একটি নোটিস দেয়। সেখানে উল্লেখ করা হয়, পানামাগেট মামলায় সুপ্রীমকোর্টে ‘অযোগ্য’ ঘোষিত পার্টির বর্তমান প্রধান নওয়াজকে সরিয়ে নতুন কাউকে পার্টিপ্রধান হিসেবে স্থলাভিষিক্ত করতে হবে। বেলুচিস্তানের বাসিন্দা নাসের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ও একটি ‘অস্থায়ী পরিবর্তন ব্যবস্থায়’ তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। সূত্র জানায়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ঈদ-উল-আযহার পর পার্টির স্থায়ী সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
×