ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউরোপে জনপ্রিয়তা হারাচ্ছে পর্যটন

প্রকাশিত: ০৬:২০, ১৯ আগস্ট ২০১৭

ইউরোপে জনপ্রিয়তা হারাচ্ছে পর্যটন

‘এ ধরনের গ্রীষ্মকাল আর চাই না।’ বার্সিলোনার বাসিন্দারা শহরে পর্যটকদের ভিড়ের জন্য অসন্তোষ প্রকাশ করে এ ধরনের মন্তব্য করেছে। শহরটিকে অবিশ্বাস্য করে তোলার জন্য পর্যটকদের দায়ী করে পর্যটনশিল্পের বিরুদ্ধে তারা বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। খবর এএফপির। ইউরোপে পর্যটনশিল্পের বিরুদ্ধে অত্যন্ত জনপ্রিয় মহানগরী ক্যাটালন সম্প্রতি এক উত্তেজনাকর স্থানে পরিণত হয়েছে। ভেনিসের রোমাঞ্চক খালগুলো থেকে শুরু করে স্কটল্যান্ডের স্কাই দ্বীপ হয়ে দেয়ালবেষ্টিত মধ্যযুগীয় ডুবরোবনিক নগরী পর্যন্ত এলাকায় অনেক স্থানীয় মানুষের কাছে পর্যটনশিল্প এক ভীতিকর বিষয়ে পরিণত হচ্ছে, যদিও কর্মসংস্থান ও আয়ের পথ বেড়ে যায়। বার্সিলোনার সমুদ্র তীরবর্তী হালফ্যাশন বার্সিলোনেটা এলাকার বাসিন্দারা জন্মস্থানে মদ্যপানাসক্তি ও যৌনতার মতো সমাজবিরোধী আচরণের বিষয়ে অভিযোগ করে আসছে কয়েক বছর ধরে। তাদের অভিযোগ রয়েছে বাড়ি ভাড়া বৃদ্ধির জন্যও, যা স্থানীয় লোকদের আয়ত্তের বাইরে। এ সপ্তাহান্তে এক বিক্ষোভ মিছিলে ব্যানারে লেখা দেখা গেছে, ‘আমরা আমাদের ভাবনগুলোতে পর্যটকদের অবস্থান চাই না।’ বেশ কয়েক ডজন স্থানীয় বাসিন্দা এক সমুদ্রতীরে এ বিক্ষোভ প্রদর্শন করেছে, যা বিশ্বের উন্নয়নমুখর পর্যটকদের দৃষ্টি আকৃষ্ট করেছে। একই ধরনের বিক্ষোভ হয়েছে পর্যটনশিল্পের বিশ্বের তৃতীয় দেশ স্পেনের অন্যান্য এলাকায়ও। এ গ্রীষ্মে জনপ্রিয় বোলিয়ারিক দ্বীপপুঞ্জে পালমাডি মার্জোকায় মানবাধিকারকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা লাল ধোঁয়া উড়িয়ে রেস্তরাঁয় খাবাররত লোকদের ওপর টুকরা কাগজ ছুড়ে মারে। অন্যরা বার্সিলোনায় পর্যটকবোঝাই একটি বাসে হামলা চালায়। তারা উইন্ডস্ক্রিনের ওপর রং ছুড়ে মারে এবং যাত্রীদের ভয় দেখায়। বিক্ষোভকারীরা ছাড়া কর্মকর্তারাও বালিয়ারিক দ্বীপপুঞ্জে অতিরিক্ত ভিড় সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন। বালিয়ারিক দ্বীপপুঞ্জ মাত্র ৬ লাখ ২৩ হাজার পর্যটকের জন্য সীমিত রয়েছে। এখানে হোটেল ও আইনগত ভাড়ার বাড়িগুলোতে এ সংখ্যক পর্যটক অবস্থান করতে পারেন। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বিক্ষোভ ও সমালোচনার মুখে পর্যটন খাতকে রক্ষার জন্য এগিয়ে এসেছেন। স্পেনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ১১ শতাংশ আসে পর্যটন খাত থেকে। তিনি এ মাসের প্রথমদিকে বলেছেন, আমি কখনও ভাবিনি আমাকে স্প্যানিশ পর্যটন খাতকে রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। এটা সত্যিই নজিরবিহীন ঘটনা। জাতিসংঘ ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের (ইউএনডব্লিউটিও) প্রধান তালেব রিফাই এএফপিকে বলেছেন, পর্যটনশিল্প শত্রু নয়। ক্রোয়েশিয়ায় ডোবরোবনিক প্রমোদতরীতে বেড়ানোর জন্য চমৎকার এলাকা। দেয়ালবেষ্টিত এ পুরনো শহরটিতে রয়েছে ১৭ ও ১৮ শতকের স্থাপত্য।
×