ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সামনে রেখে যুক্তরাষ্ট্রজুড়ে সাজসাজ রব

প্রকাশিত: ০৬:১৯, ১৯ আগস্ট ২০১৭

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সামনে রেখে যুক্তরাষ্ট্রজুড়ে সাজসাজ রব

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সামনে রেখে যুক্তরাষ্ট্র জুড়ে নানা কর্মসূচী হাতে নিয়েছে জ্যোর্তিবিজ্ঞানী ও গণমাধ্যমগুলো। এর মধ্যে রোনাল্ড ড্যান্টোইজ নামের একজন জ্যোর্তিবিজ্ঞানী আগামী ২১ আগস্ট ১৪ ক্যামেরার সাহায্যে বিভিন্ন কোন থেকে পূর্ণ সূর্যগ্রহণের ছবি সংগ্রহ করে তা অনলাইন ও টেলিভিশনে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছেন। জ্যোর্তিবিজ্ঞানী রোনাল্ড মূলত সৌর ছবি তোলায় একজন বিশেষজ্ঞ। গত তিন দশক ধরে তিনি সূর্য ও চন্দ্রগ্রহণের ছবি তুলে আসছেন। আগামী ২১ আগস্টের এই পূর্ণ সূর্যগ্রহণের জন্য ৪০ বছর ধরে অপেক্ষায় আছেন রোনাল্ড ড্যান্টোইজ। সূর্যগ্রহণের ছবি তোলায় রোনাল্ড যে সব ক্যামেরা ব্যবহার করছেন তা এক ধরনের বিশেষ ক্যামেরা। এতে বিভিন্নরকম সৌর ফিল্টার লাগানো আছে যার মাধ্যমে গ্রহণকালের বিভিন্ন ধাপ, জোর্তিবলয় ও আলোর এমন সব তরঙ্গদৈর্ঘ্য যা সাধারণ চোখে অদৃশ্য তা ধরা যাবে। একই সঙ্গে এসব ক্যামেরার সাহায্যে পূর্ণ সূর্যগ্রহণের সময় এর তাপ, চাপ, গঠন সম্পর্কে বিজ্ঞানীদের নানা তথ্য যোগাবে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রোনাল্ড ড্যান্টোইজ মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস পিবিএসের মাধ্যমে ২১ আগস্টের পূর্ণ সূর্যগ্রহণ সম্প্রচার করবেন। পিবিএস এদিন আমেরিকায় গ্রহণ নামে এক ঘণ্টার একটি অনুষ্ঠান সম্প্রচারের পরিকল্পনা করেছে। তবে ক্যামেরা ছাড়াই খালিচোখে সূর্যগ্রহণ উপভোগের পরামর্শ দিয়েছেন ড্যান্টোইজ। পিবিএস ছাড়াও সিএনএন, এবিসি, এনবিসি, দ্য সায়েন্স চ্যানেলসহ বিভিন্ন টেলিভিশন এদিন গ্রহণ সরাসরি সম্প্রচার করবে। মার্কিন মহাকাশ বিজ্ঞানকেন্দ্র নাসা এবার পূর্ণ সূর্যগ্রহণ সরাসরি সম্প্রচার করবে। নাসার তরফ থেকে বলা হয়েছে, প্রায় ৩৭৫ বছর পর আমেরিকাতে এবার পূর্ণ সূযগ্রহণ দেখা যাবে। এই ঘটনার নেপথ্যে থাকছে পৃথিবী, চাঁদ এবং সূর্যের একই রেখায় অবস্থান। ১৯৭৭ সালে আমরিকার আকাশে এ রকম ঘটনা দেখা গেলেও সেই গ্রহণ ছিল অর্ধ সূর্যগ্রহণ। ৯৯ বছর আগে ১৯১৮ সালের ৮ জুন শেষবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেছিল আমেরিকাবাসী। সূর্যগ্রহণের সময় তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ওইদিন কিছুক্ষণের জন্য সন্ধ্যা নামার মতো অন্ধকার নেমে আসবে। জানা গেছে, এবারের সূর্যগ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ, উত্তরপূর্ব এশিয়া এবং উত্তর-পশ্চিম আফ্রিকার বিভিন্ন অংশেও দেখা যাবে।
×