ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্পেনে ফের গাড়ি হামলা

প্রকাশিত: ০৬:১৮, ১৯ আগস্ট ২০১৭

স্পেনে ফের গাড়ি হামলা

স্পেনের বার্সিলোনা শহরে বৃহস্পতিবার রাতে গাড়ি হামলার পর শুক্রবার ভোরে নিকটবর্তী কাম্ব্রিলস শহরে আরেকটি হামলার ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য হামলাকারী হিসেবে চিহ্নিত পাঁচজনকে পুলিশ গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার রাতে বার্সিলোনার লা রাম্বলায় সংঘটিত ওই হামলায় ১৩ জন নিহত এবং ১০০ আহত হওয়ার খবর পাওয়া যায়। এএফপি ও গার্ডিয়ান। বার্সিলোনা ও কাম্ব্রিলস হামলায় জড়িতদের সম্পর্কে কারও কাছে কোন তথ্য থাকলে তা কাটালান পুলিশকে জানাতে বলা হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ নিশ্চিত নয়। এগুলো সন্ত্রাসী হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের গুলিতে চার সম্ভাব্য হামলাকারী তাৎক্ষণিকভাবে নিহত হয়, আহত অবস্থায় আটক হওয়ার পর একজন মারা যায়। কাম্ব্রিলস শহরে হামলাকারী অডি এ থ্রি গাড়ি চালিয়ে এসেছিল বলে জানা গেছে। সমুদ্রসৈকতের কাছে অবস্থিত ক্লাব নটিকের (ইয়ট ক্লাব) আশপাশে পথচারীদের ওপর তারা গাড়ি উঠিয়ে দেয়। এতে ছয়জন পথচারী ও একজন পুলিশ আহত হয়। হামলাকারী পাঁচজন বিস্ফোরক বেল্ট পরে এসেছিল বলে পুলিশ জানিয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দল সেখানে পাঠানো হয়েছে। বার্সিলোনা হামলায় আহতদের চারজন অস্ট্রেলীয় বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ জানিয়েছেন। হাসপাতালে চিকিৎসা গ্রহণকারী দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। দ্বিতীয় হামলায় আহত ব্যক্তিদের মধ্যে অস্ট্রেলীয় নাগরিক ছিল কিনা তা জানা যায়নি। এদিকে বার্সিলোনা হামলায় নিহত ১৩ ও আহত ১০০ জনের মধ্যে ১৮টি দেশের নাগরিক রয়েছে স্পেনের সিভিল প্রটেকশন এজেন্সি শুক্রবার জানিয়েছে। বার্সিলোনা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে কাম্ব্রিলস শহরে শুক্রবার ভোরে দ্বিতীয় হামলাটি হয়। কর্তৃপক্ষ ধারণা করছে, এ ঘটনার সঙ্গে রাতে বার্সিলোনায় ঘটে যাওয়া হামলার যোগসূত্র থাকতে পারে। এরকম ধারণা নিয়েই পুলিশ বিষয়টি তদন্ত করছে। বার্সিলোনা হামলায় গাড়িচালক পালিয়ে যায়। তাকে খোঁজার জন্য ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। বার্সিলোনা হামলায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে। তাদের একজনের নাম দ্রিস আউকাবিরের। তার প্রকৃত পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ আউকাবির জানিয়েছেন, ভ্যান নিয়ে ওঠার আগেই তার ব্যক্তিগত কাগজপত্রগুলো হারিয়ে গেছে। এ দুটি শহরে গাড়ি হামলার সঙ্গে এর আগে আলকানার শহরের একটি বাড়িতে সংঘটিত বিস্ফোরণের সঙ্গে পুলিশ পরিস্থিতি মিলিয়ে দেখছে। ওই ঘটনায় একজন আহত হন। কর্মকর্তারা ধারণা করছেন, বাড়িটিতে বিস্ফোরক তৈরি করা হচ্ছিল। আলকানার শহরটির অবস্থান বার্সিলোনা থেকে ২২০ কিলোমিটার ও ও কাম্ব্রিলস থেকে ৯০ কিলোমিটার দূরে। মারকেল আরতাবে নামে ২০ বছর বয়সী একজন রেস্তরাঁ কর্মী জানিয়েছে, ঘটনার সময় তিনি সৈকতের ওই ক্লাব ভবনে অবস্থান করছিলেন। বাইরে হট্টগোল শুনে মনে করেছিলেন, কোথাও আতশবাজি হচ্ছে। একটু পর তিনি বুঝতে পারেন সেখানে গোলাগুলি হচ্ছে। একটু পর বের হয়ে এসে দেখতে পান, মাথায় গুলিবিদ্ধ একজন মাটিতে পড়ে আছে আর তার বন্ধুরা সাহায্যের জন্য চিৎকার করছে। হোটেলে আরও একজন ওয়েটার বলেছেন, তিনিও গুলির শব্দ শুনতে পেয়েছেন। স্পেনের গণমাধ্যমের খবর অনুযায়ী, বার্সিলোনার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে কাটালান পুলিশ। জঙ্গী গ্রুপ ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। গত বছর ১৪ জুলাই ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে যোগ দিতে আসা মানুষের ভিড়ে ট্রাক উঠিয়ে ৮৬ জনকে হত্যার এক বছরের মাথায় একই ধরনের হামলা হলো। ওই হামলারও দায় স্বীকার করেছিল আইএস।
×