ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাবিতে সেলিম আল দীন জয়ন্তী পালিত

প্রকাশিত: ০৫:৩৯, ১৯ আগস্ট ২০১৭

জাবিতে সেলিম আল দীন জয়ন্তী পালিত

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রত্তোরকালের শ্রেষ্ঠ নাট্যকার, বাংলা নাটকের প্রবাদ পুরুষ, নাট্যাচার্য অধ্যাপক ড. সেলিম আল দীনের ৬৮তম জয়ন্তী পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় একটি শোভাযাত্রা ক্যাম্পাসের পুরাতন কলা ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিস্থলে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমদ, ড. লুৎফর রহমান, ড. রশীদ হারুণ, ড. সোমা মুমতাজ, আনন জামান, বিভাগের শিক্ষার্থীরা, দেশের খ্যাতিমান নাট্যকর্মী, সংগঠক, নিদের্শক, সেলিম আল দীনের গুণগ্রাহীরা অংশ নেন। এরপর সকাল ১১টায় সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এ সময় উপাচার্য বলেন, নাট্য সাহিত্যে সেলিম আল দীনের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, স্বপ্নদল, দ্যাশ বাঙলা নাট্যদল, সেলিম আল দীন ফাউন্ডেশন, বুনন থিয়েটার, আরশিনগর থিয়েটার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, সেলিম আল দীন পরিবারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর সন্ধ্যা ৭টায় সেলিম আল দীনের রচনা ও ড. আফসার আহমেদের নির্দেশনায় জহির রায়হান মিলনায়তনের থিয়েটার ল্যাবে ‘স্বপ্নরমনীগণ’ নাটকের মঞ্চায়ন হয়।
×