ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বারোমাসি তরমুজ

প্রকাশিত: ০৫:২৯, ১৯ আগস্ট ২০১৭

বারোমাসি তরমুজ

অসময়ে থাই তরমুজ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক আনিসুর রহমান। অসময়ে তার উৎপাদিত থাই তরমুজ খেতে সুস্বাদু হওয়ায় বাজারে ব্যাপক চাহিদারও সৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে এ থাই তরমুজ চাষ করে কৃষক আনিসুরের লক্ষাধিক টাকা লাভ হয়েছে। প্রতিদিন সারা জেলা থেকে অসংখ্য কৃষক আনিসুরের তরমুজ বাগান দেখতে আসছেন। অনেকেই এ তরমুজের বীজ সংগ্রহের আগ্রহ প্রকাশ করছেন। পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামে বাড়ি কৃষক আনিসুরের। তিনি জানান, প্রচলিত জাতের সবজি, ফলের পাশাপাশি শখ ও কৌতূহলের বশে গত বছর পরীক্ষামূলকভাবে শুরু করেন থাই জাতের তরমুজ চাষ। সফলতা পাওয়ায় এ বছর দেড় বিঘা জমিতে চাষ করেন কানিয়া, মুনিয়া ও সুইটব্লাক নামের তিন প্রজাতির থাই তরমুজ। ফলন ভাল ও বাজারে দাম পাওয়ায় লাভের মুখ দেখেছেন তিনি। তরমুজ চাষী আনিসুর রহমান জানান, গত বছর আধা বিঘা জমিতে তরমুজ চাষ করে ব্যাপক লাভবান হওয়ায় তিনি এবার দেড় বিঘা জমিতে চাষ করেছেন। তার দেখাদেখি অনেকেই তরমুজ চাষ শুরু করেছেন। তিনি আরও জানান, থাই এ তরমুজের ক্ষেতে মাচা তৈরি করা হয়। এ তরমুজ গাছ মাচায় তুলে দেয়া হয়। ঝিঙ্গে, পুলা সবজির মতো মাচার উপরেই এ তরমুজ জন্মে। তরমুজ চাষ শেষ হলে এ মাচাতেই শসা, করল্লা, শিমসহ বিভিন্ন সবজি আবাদ করা যায়। স্বল্প সময়ে ভাল লাভ হওয়ায় আনিসুরের দেখাদেখি বারোমাসি তরমুজ আবাদে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অন্যান্য কৃষকরাও। কৃষ্ণ ভৌমিক, পাবনা থেকে
×