ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৫:২৪, ১৯ আগস্ট ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাইবোনসহ  ৩ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া॥ শুক্রবার নবীনগর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো উপজেলার বাশারুক গ্রামের মাজেদ মিয়ার ছেলে জোনাইদ (৩) ও মেয়ে মারিয়া (৫) এবং নারায়ণপুর গ্রামের শামসুল আলম খোকনের ছেলে রায়হান (৪)। জানা গেছে, দুপুরে খাওয়ার পর বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় জুনাইদ ও মারিয়া। খেলতে খেলতে জুনাইদ হঠাৎ পুকুরে পড়ে গেলে মারিয়া তাকে উদ্ধার করতে যায়। এ সময় তারা দুইজনই পানিতে তলিয়ে যায়। টের পেয়ে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করে। এদিকে উপজেলার সীতারামপুর গ্রামে পরিবারের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে রায়হান। দুপুরে তিতাস নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় সে। টের পেয়ে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহীতে গৃহবধূ স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, বাগমারায় বন্যার পানিতে ভেসে যাওয়া এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের শালজোড় শ্মশানঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম জয়নব বিবি (৪২)। তিনি একই ইউনিয়নের রমজানপাড়া গ্রামের আবু সাঈদের স্ত্রী। উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন কুমার সরকার জানান, স্থানীয়রা সকালে লাশ ভাসতে দেখে উদ্ধার করে। বিজন কুমার সরকার বলেন, বৃহস্পতিবার বিকেলে রমজানপাড়া গ্রামের বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তার ওপর দিয়ে হাঁটতে গিয়ে পানিতে পড়ে যান জয়নব। সন্ধ্যা পর্যন্ত স্থানীয়রা চেষ্টা চালিয়েও জয়নবের সন্ধান পাননি। পরে তাদের সঙ্গে উপজেলা দমকল বাহিনীর ডুবুরিরাও এসে যোগ দেন। কিন্তু তারাও জয়নবকে খুঁজতে ব্যর্থ হন। পরে শুক্রবার সকালে স্থানীয়রা রমজনপাড়া থেকে প্রায় এক কিলোমিটার দূরে শালজোড় শ্মশানঘাট এলাকায় একজন নারীর লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে তার স্বামী আবু সাঈদ গিয়ে স্ত্রীর মরদেহ শনাক্ত করেন। নাটোরে স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা, নাটোর থেকে জানান, বড়াইগ্রামে নদীর পানিতে পড়ে নিখোঁজ হওয়ার ৬ ঘণ্টা পর লিখন ম-ল (৯) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার গড়মাটিয়া ঘাট এলাকায় খলিশাডাঙ্গা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে পার হওয়ার সময় নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় সে। লিখন উপজেলার পাড় গোপালপুর গ্রামের জুয়েল ম-লের ছেলে ও বড়মত্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। এলাকাবাসী ও লিখনের পরিবার জানায়, শুক্রবার সকালে পাড় গোপালপুর মসজিদের মক্তব খানায় কোরান শিক্ষা শেষে বাড়ি ফেরার পথে গড়মাটিয়া পুরাতন হাটসংলগ্ন খলিশাডাঙ্গা নদীতে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপারের সময় নদীতে পড়ে যায় লিখন। এ সময় প্রত্যক্ষদর্শী প্রতিবেশী জয় কুমারের চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।
×