ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেলে হার্টএ্যাটাক ॥ পুলিশের মৃত্যু

প্রকাশিত: ০৫:২২, ১৯ আগস্ট ২০১৭

মোটরসাইকেলে হার্টএ্যাটাক ॥  পুলিশের  মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার পুলিশের এক এসআই চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে মারা গেছেন। তবে পুলিশের দাবি, মোটরসাইকেল চালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে তিনি মারা যান। তার নাম দবির উদ্দিন (৫৫)। তিনি কালিয়াকৈর থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই এলাকায়। কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে নিজের মোটরসাইকেল চালিয়ে একটি মামলার তদন্তের কাজে কালিয়াকৈরের বেনুপুর এলাকায় যাচ্ছিলেন থানার এসআই দবির উদ্দিন। পথে বলিয়াদী-বেনুপুর সড়কের বেনুপুর এলাকায় পৌঁছলে চলন্ত মোটরসাইকেলের ওপর তিনি হৃদরোগে আক্রান্ত হন। এ সময় তিনি মোটরসাইকেলসহ মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পুলিশের ওই এসআইকে মৃত ঘোষণা করেন। প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ইন্টারনেটে ॥ যুবক আটক স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর রাঢ়িখাল গ্রামের নিজ বাড়ি থেকে মেহেদী হাসান অমিতকে পুলিশ গ্রেফতার করে। ধর্ষণ করে নগ্ন ভিডিও ধারণের পর ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে ওই সৌদি প্রবাসীর স্ত্রী শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কলেজে যাওয়া আসার পথে প্রবাসীর স্ত্রীকে মেহেদী হাসান উত্ত্যক্ত করত। একপর্যায়ে মেহেদী এই নারীকে ধর্ষণ করে নগ্ন ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিওকে পুঁজি করে মেহেদী হাসান তাকে একাধিকবার ধর্ষণ করেছে বলে ভিকটিম অভিযোগ করেন। সম্প্রতি ওই নারীর স্বামী দেশে চলে আসায় সে মেহেদী হাসানের ডাকে সাড়া দিতে অপারগতা প্রকাশ করে।
×