ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিয়ের পরদিন স্বামীর আত্মহত্যা ॥ বৌভাত অনুষ্ঠান পন্ড

প্রকাশিত: ০৫:২১, ১৯ আগস্ট ২০১৭

বিয়ের পরদিন স্বামীর আত্মহত্যা ॥ বৌভাত  অনুষ্ঠান পন্ড

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নববধূ কনেকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বর হামিদুল ইসলাম (২৭)। এ ঘটনায় প- হয়ে যায় বৌভাত অনুষ্ঠান। শুক্রবার বেলা ১১টার ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ জোড়াবাড়ী ফকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। জোড়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হাচান আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী গ্রামের রুহুল আমীনের মেয়ে রিপা আক্তারের (২২) সঙ্গে চার লাখ ৫০ হাজার টাকা দেনমোহরে জোড়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ জোড়াবাড়ী গ্রামের ফকিরপাড়ার মৃত ইউনুস আলীর ছেলে হামিদুল ইসলামের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের রাতে বরপক্ষ নববধূ কনেকে তাদের বাড়ি নিয়ে আসে। শুক্রবার ছিল বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠান। বৌভাতের অনুষ্ঠানের জন্য গরু, খাসি জবাই করে রান্নার কাজ শুরু করা হয়। বৌভাতের অনুষ্ঠানের পরিবারের লোকজনের যখন উৎসব আনন্দ চলছিল ঠিক সে সময় বেলা ১১টায় বাড়ির লোকজন দেখতে পায় সবার অগোচরে বর হামিদুল ইসলাম গ্রামের প্রতিবেশী মফিজুলের বাড়ির মালখানা ঘরের তীরে গলায় রশি দিয়ে ঝুলছে। এই ঘটনায় বৌভাত অনুষ্ঠানের আনন্দ শোকে পরিণত হয়। আনন্দ-উৎসবের স্থলে পরিবারের লোকজনসহ গ্রামবাসী কান্নায় ভেঙ্গে পড়ে। স্বামীর আত্মহত্যার কথা শুনে কনে চিৎকার করে কান্নাকাটিসহ বার বার জ্ঞান হারিয়ে ফেলছিল। এ বিষয়ে কনে রিপা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানায়, সে নিজেই পছন্দ করে প্রস্তাব দিয়ে পারিবারিক আলোচনার মাধ্যমে আমাকে বিয়ে করে বৃহস্পতিবার রাতে তাদের বাড়িতে নিয়ে আসে। রিপা আরও জানায়, রাতে স্বামীর সঙ্গে অনেক গল্প হয়েছে। সে সময় স্বামী তার কিছু শারীরিক সমস্যার কথা খুলে বলে। সে চিকিৎসায় ভাল হবে এই কথা বলে স্বামীকে আশ্বস্ত করে। সকালে হাসি-খুশিতে বৌভাতের আয়োজনের সহযোগিতার কাজেও ব্যস্ত ছিল স্বামী। কিন্তু কেন কি কারণে তার স্বামী আত্মহত্যা করল তা কনে রিপাকে প্রশ্নবিদ্ধ করছে বার বার। হামিদুলের মা বৃদ্ধা ছালেমা বেওয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে দিলাম। তারপরেও এমন কি হলো যে ছেলে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করল?
×