ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেধা অন্বেষণ

প্রকাশিত: ০৫:১৯, ১৯ আগস্ট ২০১৭

মেধা অন্বেষণ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ জাতীয় শোকের মাস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলা ছাত্রলীগ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শুরু করেছে ‘মেধা অন্বেষণ কর্মসূচী’ নামের ব্যতিক্রমী আয়োজন। জাতির জনক বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই ও ভবিষ্যত নেতৃত্ব সৃষ্টি এ কর্মসূচীর অন্যতম লক্ষ্য। শুক্রবার থেকে এ কর্মসূচী শুরু হয়েছে। জানা যায়, মেধা অন্বেষণের এ কর্মসূচীতে প্রথম পর্যায়ে উপজেলার ১৯ মাধ্যমিক বিদ্যালয়, ৭ টি মাদ্রাসা ও ৮ কলেজের অন্তত ১৫ হাজার শিক্ষার্থীকে যুক্ত করা হবে। কর্মসূচীর প্রথম দিনে গলাচিপা সরকারী ডিগ্রী কলেজ, মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮১৭ শিক্ষার্থী অংশ নিয়েছে। ফ্রি মেডিক্যাল ক্যাম্প নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৮ আগস্ট ॥ নাটোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের পাগলা বাজারে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার সকাল থেকে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন জেলা আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এ সময় গর্ভবতী মাসহ সব ধরনের রোগীদের চিকিৎসার পাশাপাশি জটিল রোগে আক্রান্তদের উন্নত চিকিৎসা পেতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
×