ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ০৫:১৯, ১৯ আগস্ট ২০১৭

সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৮ আগস্ট ॥ সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই বাড়ি থেকে টাকা, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, মোবাইল ফোনসহ ৫ লক্ষাধিক টাকার মাল লুট করে নিয়ে যায়। শুক্রবার ভোরে পৌর এলাকার সোবাহানবাগ মহল্লার ব্যবসায়ী আব্দুল জব্বার মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে, ভোরে তিন তলা বাড়ির নিচ তলায় ওই ব্যবসায়ীর ঘরের বেলকনির গ্রিল কেটে ৭/৮ সদস্যের একদল ডাকাত ভেতরে প্রবেশ করে এবং বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর ডাকাতরা ৯২ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, ৮টি মোবাইল ফোন ও ২টি ল্যাপটপসহ ৫ লক্ষাধিক টাকার মাল লুট করে। সিলেটে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিশ্বনাথে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রেশনা বেগম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার জানাইয়া গ্রামে একটি পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে। নিহত শিশু নোয়াগাঁও গ্রামের রানু মিয়ার মেয়ে।বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদল জানান, বাড়ির পাশে রাস্তা দিয়ে চলাচলের সময়ে একটি কুকুর রেশনাকে তাড়া করে। কুকুরের ভয়ে পার্শ্ববর্তী পোল্ট্রি ফার্মে আশ্রয় নিতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
×