ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চিকিৎসক ও তার পরিবারকে হত্যার হুমকি

মামলা প্রত্যাহারে অস্বীকৃতি

প্রকাশিত: ০৫:১৬, ১৯ আগস্ট ২০১৭

মামলা প্রত্যাহারে অস্বীকৃতি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ হত্যাচেষ্টার মামলা প্রত্যাহার না করায় আসামিদের ভয়ে এক চিকিৎসক ও গার্মেন্টস কর্মী দম্পতি তাদের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। স্বামী-সন্তানসহ পরিবারের নিরাপত্তা চেয়ে ওই চিকিৎসক শুক্রবার গাজীপুুর সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। চিকিৎসক রাশিদা আক্তার এ সময় জানান, সদর উপজেলার বানিয়ারচালা ভবানীপুর মোশারফ টেক্সটাইল গেট এলাকার মোতাহার মিয়ার বাড়িতে স্বামী এসএমএ আল মাহমুদ ও দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। তার স্বামী স্থানীয় মোশারফ টেক্সটাইল ফ্যাক্টরিতে চাকরি করেন এবং তিনি এলাকায় হোমিওপ্যাথির চিকিৎসা করেন। কিছুদিন আগে মোবাইলে ফ্ল্যাক্সিলোড করাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী ব্যবসায়ী মাজাহারুল ইসলামের সঙ্গে তার বাগ্বিত-া হয়। এ সময় রাশিদার ছেলেকে মারধর করে ওই ব্যবসায়ী। এ ঘটনার জেরে মাজহারুল ইসলাম লোকজন নিয়ে রাশিদার বাসায় হামলা চালিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টা, শ্লীলতাহানি এবং পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় হামলাকারীরা বাসা থেকে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মাজাহারুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করে রাশিদা। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আবদুল মোমিন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ ঘটনায় আসামিপক্ষ ক্ষিপ্ত হয়ে মামলা প্রত্যাহারের জন্য বাদীকে নানা হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে। কিন্তু মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানালে আসামিরা মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি এবং হত্যা ও গুম করাসহ নানা হুমকি দেয়। এতে আসামিদের ভয়ে ওই দম্পতি ও পরিবারের সদস্যরা এখন পালিয়ে বেড়াচ্ছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। শুক্রবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে ওই চিকিৎসক প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ করেছেন। সম্মেলনে রাশিদার স্বামী ও দুই সন্তান উপস্থিত ছিলেন।
×