ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেরোবি শিক্ষক সমিতির পাল্টাপাল্টি চিঠি

প্রকাশিত: ০৫:১৫, ১৯ আগস্ট ২০১৭

বেরোবি শিক্ষক সমিতির পাল্টাপাল্টি চিঠি

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৮ আগস্ট ॥ সমিতির বেশিরভাগ সদস্যের আপত্তির পরেও সভা অনুষ্ঠিত হওয়ায় তাকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহর কাছে পাল্টাপাল্টি দুটি চিঠি পাঠিয়েছে শিক্ষক সমিতির দুই অংশ। দুটি চিঠি পাওয়ার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন উপাচার্যের পিএস আমিনুর রহমান। তিনি জানান, শিক্ষক সমিতির সভাপতি ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত ছয়টি দাবি সংবলিত একটি চিঠি গত বুধবার উপাচার্য বরাবর প্রেরণ করা হয়। একই দিন সমিতির কার্যনির্বাহী সংসদের সভা পুনরায় করার দাবি জানিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ, রেজিস্ট্রার এবং উপাচার্য বরাবর অন্য একটি চিঠি পাঠিয়েছেন সমিতির সহ-সভাপতি পরিমল চন্দ্র বর্মণসহ নির্বাহী কমিটির অন্য আট সদস্য। এর ফলে গত ১৩ আগস্ট অনুষ্ঠিত সভার বিষয়ে প্রশ্ন উঠেছে। জানা যায়, অধিকাংশ সদস্যের আপত্তি সত্ত্বেও গত ১৩ আগস্ট শিক্ষক সমিতির কার্যকরী সংসদের সভা করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কার্যকরী সংসদের ১৫ সদস্যের মধ্যে আট শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর ১৩ আগস্ট অনুষ্ঠিত সভা পুনরায় ডাকার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। গত বুধবার সভাপতি/সাধারণ সম্পাদককে দেয়া ওই চিঠির অনুলিপি তারা উপাচার্যের পিএস এবং রেজিস্ট্রারকেও দেন। দাবির বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান বলেন, শিক্ষকদের আপগ্রেডেশন/ প্রমোশনের বিষয়টি দীর্ঘদিন থেকে ত্রুটিপূর্ণ রয়েছে। নিয়মানুযায়ী যোগ্যতা অর্জনের দিন থেকে সুযোগ-সুবিধা পাওয়ার কথা থাকলেও ২৭ শিক্ষককে তা থেকে বঞ্চিত করা হয়েছে। তবে সমিতির বেশিরভাগ সদস্যের অনুপস্থিতিতে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে তিনি কিছু বলেননি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ‘শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রথমে একটি চিঠি পেয়েছি। চিঠিতে যে দাবিগুলো উল্লেখ করা হয়েছে তার বেশ কয়েকটি বাস্তবায়নে পূর্বেই কাজ শুরু হয়েছে।
×