ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পার্ক রক্ষায় মোদির কাছে শিশুর চিঠি

প্রকাশিত: ০৫:১৩, ১৯ আগস্ট ২০১৭

পার্ক রক্ষায় মোদির কাছে শিশুর চিঠি

দিল্লীর একটি পার্ক রক্ষায় অভিনব উদ্যোগ নিল এক পুঁচকে। এটি রক্ষায় দিল্লী হাইকোর্টের দারস্থ হওয়ার পর মনের কথা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লিখে জানাল নভ্য সিং নামের ৭ বছর বয়সী এক শিশু। উন্নয়ন কাজের নামে পার্কটি যেন ধ্বংস করা না হয়-মোদির কাছে এ আর্জি জানিয়ে চিঠি লিখেছে নভ্য। মেয়েটির এই চিঠির বিষয়বস্তু নিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে। মোদিকে আঙ্কেল সম্বোধন করে দুই পাতার খোলা চিঠিতে নভ্য লিখেছে, প্রিয় প্রধানমন্ত্রী আঙ্কেল। আমার নাম নভ্য। বয়স ৭ বছর। ৮৬, দিল্লীর রোহিনি এলাকার ৮নং সেক্টরে আমার বাস। আমি আগামী ১৭ সেপ্টেম্বর আপনার জন্মদিন উপলক্ষে একটি উপহার চাই। এরপর নভ্য লিখেছে, আমার বাড়ির কাছে একটি পার্ক আছে। এখানে আমরা খেলাধুলা করি। দোল খাই। চোর পুলিশ খেলি। পার্কটি আমাদের লাইফ লাইন। তবে গত মাস থেকে আমরা আর পার্কে খেলতে পারছি না। আমরা জেনেছি যে এখানে কমিউনিটি সেন্টার নির্মাণ করা হচ্ছে। আমি এই পার্ক নিয়ে একটি কবিতাও লিখেছি। পরের প্যাড়ায় মেয়েটি লিখেছে, আমি আশা করছি, আপনি আমার চিঠি পড়বেন। চিঠির শেষে নভ্য সিং মোদির কাছে আর্জি জানিয়ে লিখেছে, মোদি আঙ্কেল, পার্কটি রক্ষায় আপনি আমাকে সহায়তা করুন। কারণ সকলেই আপনাকে বুদ্ধিমান মানুষ বলে জানে। নভ্যর বাবা ধীরাজ কুমার সিং দিল্লী হাইকোর্টের একজন আইনজীবী। তিনিই মূলত মেয়ের পক্ষে সম্প্রতি কোর্টে এই পিটিশন দায়ের করেন। ধীরাজ কুমার সিং বলেন, একদিন সকালে নভ্য পার্কে গিয়ে দেখে গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এই দৃশ্য দেখে মেয়েটি বাড়ি ফিরে আসে। কিছুসময় ঘরের মধ্যে পায়চারি করার পর নভ্য আমাকে বলে, বাবা, আমাদের পার্কের সকল গাছ কেটে ফেলা হচ্ছে। পার্কটি নষ্ট হয়ে গেলে আমরা কোথায় খেলব? এটি রক্ষায় তুমি কিছু কর। এরপর আমি আদালতের দারস্থ হই। গত সপ্তাহে আদালত এই পার্কে ভবন নির্মাণে স্থগিতাদেশ জারি করে। ফলে এই জায়গায় এখন ভবন নির্মাণ বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত নভ্যর চিঠির কোন জবাব দেননি মোদি। আর প্রধানমন্ত্রী নভ্যর চিঠির বিষয়ে কী ব্যবস্থা নেন তা দেখার অপেক্ষায় রয়েছে মেয়েটি। বিবিসি অবলম্বনে।
×