ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একমাস মাঠের বাইরে সুয়ারেজ

প্রকাশিত: ০৫:১০, ১৯ আগস্ট ২০১৭

একমাস মাঠের বাইরে সুয়ারেজ

স্পোর্টস রিপোর্টার ॥ এমনিতেই নেইমার ঘরছাড়া হয়েছেন। এরমধ্যে লুইস সুয়ারেজ ইনজুরিতে ছিটকে গেছেন একমাসের জন্য। বার্সিলোনার জন্য তাই নতুন মৌসুমে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ‘এমএসএন’ ত্রয়ীর শুধু ‘এম’ অর্থাৎ লিওনেল মেসিকে নিয়েই আপাতত ময়দানী লড়াইয়ে অবতীর্ণ হতে হচ্ছে কাতালানদের। গত বুধবার রাতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দ্বিতীয় লেগে সুয়ারেজ ইনজুরিতে আক্রান্ত হন। ম্যাচে বার্সিলোনা ২-০ গোলে পরাজিত হয়। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতে শিরোপা জয় করে রিয়াল। সুয়ারেজের ইনজুরি নিয়ে বার্সিলোনা এক বিবৃতিতে বলেছে, চার সপ্তাহের জন্য সুয়ারেজ মাঠের বাইরে চলে গেছেন। পরীক্ষার পর সুয়ারেজের ডান হাঁটুতে ইনজুরির মাত্রা ধরা পড়েছে। এর অর্থ হচ্ছে লা লিগায় বার্সিলোনার প্রথম তিনটি ম্যাচে খেলতে পারছেন না সুয়ারেজ। রবিবার রিয়াল বেটিস, ২৬ আগস্ট আলাভেস ও ৯ সেপ্টেম্বর এস্পানিওলের বিরুদ্ধে মাঠের বাইরে থাকবেন উরুগুইয়ান ফরোয়ার্ড। শুধু তাই নয়, বিশ্বকাপ বাছাইর্বে আগামী ৩১ আগস্ট আর্জেন্টিনার বিরুদ্ধে ও ৫ সেপ্টেম্বর প্যারাগুয়ের বিরুদ্ধেও খেলতে পারবেন না সুয়ারেজ। আগামী ১২ অথবা ১৩ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে সংশয় আছে।
×