ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টানা তৃতীয় জয়ে তিনে সাইফ

প্রকাশিত: ০৫:০৯, ১৯ আগস্ট ২০১৭

টানা তৃতীয় জয়ে তিনে সাইফ

স্পোর্টস রিপোর্টার ॥ দুই গোলের ব্যবধানের জয়ে দুইধাপ উন্নতি। টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উন্নীত। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এরকম মজার সংখ্যার পরিসংখ্যানের নজির গড়লো সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। সাইফ পাওয়ার ব্যাটারি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে তারা এদিন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে হারায় ২-০ গোলে। যদিও ম্যাচের প্রথমার্ধের স্কোরলাইন ছিল গোলশূন্য ড্র। চলমান লীগে এটা টানা তৃতীয় জয় বন্দরনগরীর দল এবং নবাগত সাইফের। ৪ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম থেকে তৃতীয় স্থানে উঠে এলো তারা। পক্ষান্তরে টানা দুই ম্যাচ জয়ের পর হারের মুখ দেখলো ‘অল রেড’ খ্যাত মুক্তিযোদ্ধা। ৪ খেলায় সার্বিকভাবে এটা তাদের দ্বিতীয় হার (প্রথম ম্যাচে শেখ রাসেলের কাছে ০-৩ গোলে হেরেছিল)। ৬ পয়েন্ট নিয়ে আগের ষষ্ঠ স্থানেই আছে দু’বারের লীগ চ্যাম্পিয়নরা। খেলার ৫ মিনিটে অফসাইডের ফাঁদে পড়ে গোলবঞ্চিত হয় সাইফ। বাঁপ্রান্ত থেকে জুয়েল রানার বাড়িয়ে দেয়া বল বক্সে হেড করে গোল করেন হেমন্ত। কিন্তু ততক্ষণে সহকারী রেফারির সহায়তায় অফসাইডের বাঁশি বাজান রেফারি আজাদ রহমান। আক্ষেপে পোড়ে সাইফ। তাদের এই হতাশা আনন্দে বদলে যায় ৫৪ মিনিটে। ডিফেন্ডার রিয়াদুল হাসান রিয়াদের বাড়িয়ে দেয়া বল বক্সে পেয়ে বাঁ পায়ের তীব্র শটে গোল করে সাইফকে এগিয়ে দেন কলাম্বিয়ান ফরোয়ার্ড হেম্বার আর্লে ভ্যালেন্সিয়া (১-০)। ৭৪ মিনিটে আবারও দ্বিগুণ করে সাইফ, সিলেটের তরুণ ফরোয়ার্ড মতিন মিয়ার কল্যাণে। সাইফ মুক্তির একাধিক খেলোয়াড়কে কাটিয়ে হেম্বারকে বল দেন। এগিয়ে গিয়ে আবারও বল বুঝে নিয়ে দারুণ শটে বল জালে পাঠান মতিন (২-০)। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা।
×