ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টি২০ ব্লাস্টে রেকর্ডের রাত

প্রকাশিত: ০৫:০৮, ১৯ আগস্ট ২০১৭

 টি২০ ব্লাস্টে রেকর্ডের  রাত

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ কাউন্টি ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে বৃহস্পতিবার ছিল রেকর্ডের রাত। এক এদিন ইয়র্কশায়ারের এ্যাডাম লাইথ ও কেন্টের জো ডেনলি-ড্যানিয়েল বেল ডামন্ড জুটি ন্যাটওয়েস্ট তো বটেই, টি২০ ইতিহাসেরই অনেক রেকর্ড নাড়িয়ে দিয়েছেন। লাইথ মাত্র ৭৩ বলে করেছেন ১৬১ রান। ইনিংসে ছিল ২০ চার আর ৭টি ছক্কার মার। নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। ক্লাবসহ যে কোন ঘারানার টি২২০তে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। রেকর্ডটা এখন ক্রিস গেইলের দখলে। ২০১৩ সালে আইপিএলে ৬৬ বলে ১৭৫ রান করেছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন জিম্বাবুইয়ান হ্যামিল্টন মাসাকাদজা। জিম্বাবুইয়ের ঘরোয়া লীগে ৭১ বলে অপরাজিত ১৬২ রান করেছিলেন তিনি। লাইথ মাত্র ১ রানের জন্য মাসাকাদজার রেকর্ড ভাঙ্গতে পারেননি। ম্যাচের শুরু থেকেই নর্দাম্পটনশায়ারের বোলারদের বিপক্ষে চড়াও হন লাইথ। পাওয়ার প্লেতে দলের রান যখন বিনা উইকেটে ৮০ তখন লাইথের একাই অবদান ছিল ৬৩। যা তিনি করেছিলেন মাত্র ২৮ বলে। এদিকে ম্যাচের ১৪তম ওভারে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান এই ক্রিকেটার। যদিও এরপর দুইটি জীবন পেয়েছিলেন লাইথ। ১০৬ রানে ক্যাচ দিয়ে বেঁচে যান এবং ১১৬ রানে রান আউটের হাত থেকে বেঁচে যান এই বামহাতি ব্যাটসম্যান। লাইথের এই ১৬১ রানের ইনিংসটি কাউন্টির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। দুর্দান্ত এই সেঞ্চুরির সুবাদে তার দল ইয়র্কশায়ার নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ২৬০ রান। যা কাউন্টির ইতিহাসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ স্কোর। এরপর আজিম রফিকের ৫ উইকেটের সুবাদে ১২৪ রানের বড় জয় পায় লাইথের দল ইয়র্কশায়ার। ওদিকে কেন্টের দুই ওপেনার জো ডেনলি ও ড্যানিয়েল বেল ডামন্ড ২০৭ রানের জুটি গড়ে বিশ্বরেকর্ড করেছেন। টি২০’র ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড এটি। যে কোন উইকেটে তৃতীয়। দুইজনে ১৮.৩ ওভারে গড়েন ২০৭ রানের জুটি। এর আগে দুই শ’ রানের উদ্বোধনী জুটি ছিল একটিই। ২০১২ সালে নিউ প্লাইমাউথে ওয়েলিংটনের বিপক্ষে ২০১ রান করেছিলেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টের দুই উদ্বোধনী ব্যাটসম্যান পিটার ইনগ্রাম ও জেমি হাউ। অন্যদিকে তৃতীয়বারের মতো এই দুই ওপেনার টি২০তে ১৫০ রানের জুটি গড়েন। ৬৬ বলে ১১ চার আর ৭ ছক্কায় ১২৭ রান করেন ডেনলি। ৪৯ বলে ৭ চার আর ২ ছক্কায় ৮০ রান করেছেন ড্যানিয়েল বেল-ডামন্ড। এই দুই ব্যাটসম্যানের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ২২১ রান করে কেন্ট। ২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২১০ রান তোলে এসেক্স। হারতে হয় ১১ রানে। এসেক্সের হয়ে সেঞ্চুরি পেয়েছেন বরুণ চোপড়া। ৫৯ বলে ৬টি চার আর ৯টি ছক্কায় ১১৬ রান করেন ভারতীয় বংশোদ্ভূত এই ইংলিশম্যান।
×