ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিজ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারাল বাংলাদেশ

প্রকাশিত: ০৫:০৭, ১৯ আগস্ট ২০১৭

ব্রিজ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারাল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রান্সের লিওতে চলছে ব্রিজ বিশ্বকাপের ৪৩তম আসর। তাস খেলার সর্বোচ্চ এই আসরে এই প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। এ পর্যন্ত ১৬ ম্যাচ খেলে (রিপোর্ট লেখা পর্যন্ত) ৪টিতে জিতে ১০৫.৬৫ পয়েন্ট নিয়ে ২২ দলের মধ্যে ২০তম অবস্থানে আছে। শুক্রবার তারা ষোড়শ রাউন্ডে পাঁচবারের চ্যাম্পিয়ন শক্তিশালী যুক্তরাষ্ট্রকে ৩৮-১০ পয়েন্টে হারিয়ে (দল-১) চমক দেখায়। এ প্রসঙ্গে ফ্রান্স থেকে ফোনালাপে বাংলাদেশ ব্রিজ দলের দলনেতা মুশফিকুর রহমান মোহন জনকণ্ঠকে উচ্ছ্বসিত কণ্ঠে জানান, ‘এই টুর্নামেন্টে যদিও আমরা পয়েন্ট টেবিলের অনেক নিচে আছি এবং আমাদের শেষ আটে যাবার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে তারপরও আমরা অনেক খুশি। কেননা আজ আমরা পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে হারিয়েছি। এটা বাংলাদেশের জন্য অনেক গর্বের বিষয়। আমি আশাকরি এর ফলে বাংলাদেশে ব্রিজ খেলার প্রচার-প্রসার-জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পাবে। সারাদেশে খেলাটির জোয়ার সৃষ্টি হবে। এখানে সবাই বাংলাদেশের পারফর্মেন্সে অবাক। কেননা প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে বাংলাদেশ যেভাবে খেলেছে তা অনেক দেশই খেলতে পারেনি।’ যুক্তরাষ্ট্রকে হারালেও বাংলাদেশ চতুর্দশ ও পঞ্চদশ রাউন্ডে হেরে গেছে যথাক্রমে সুইডেনের কাছে ২৬-৪৩ এবং আর্জেন্টিনার কাছে ১৮-৭৭ পয়েন্টে। সপ্তদশ ও অষ্টাদশ রাউন্ডে বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ হচ্ছে যথাক্রমে বুলগেরিয়া এবং ইন্দোনেশিয়া। এরআগে একাদশ রাউন্ডে বাংলাদেশ ভারতের কাছে ১৯-৫১, দ্বাদশ রাউন্ডে নিউজিল্যান্ডের কাছে ১১-৫২ এবং ত্রয়োদশ রাউন্ডে দক্ষিণ আফ্রিকার কাছে ১৬-৫২ পয়েন্টে হেরে যায়। এই প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার আগে বাংলাদেশ দল তাদের লক্ষ্যের কথা জানিয়েছিলÑ শেষ আটে যাবার। বিশ্বের আটটি জোন থেকে মোট ২২টি দল এই বিশ্বকাপে অংশ নিচ্ছে। রাউন্ড রবীন লীগ পদ্ধতির এই খেলায় বাংলাদেশ মোট ২১ ম্যাচ খেলবে। এই পর্বের সেরা আট দল খেলবে পরবর্তী পর্বে। তবে সেই পর্বে খেলার স্বপ্ন ইতোমধ্যেই ভেঙ্গে গেছে ব্রিজ টাইগারদের।
×