ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বার্সিলোনা আক্রমণে নিন্দার ঝড় বিশ্ব ক্রীড়াঙ্গনে

শোকাহত মেসি, রোনাল্ডো, নেইমাররা...

প্রকাশিত: ০৫:০৬, ১৯ আগস্ট ২০১৭

শোকাহত মেসি, রোনাল্ডো, নেইমাররা...

স্পোর্টস রিপোর্টার ॥ সন্ত্রাসবাদের কালো থাবা থেকে রেহাই পাচ্ছে না কেউই। বিনোদনের সবচেয়ে নির্মল মাধ্যম হিসেবে পরিচিত ক্রীড়াঙ্গনেও এ কালো আঁচড় পড়েছে। মাঝে মধ্যেই খেলার মাঠ রক্তাক্ত হয়। এবার খেলার মাঠে না হলেও খেলার নগরীতে ঘটেছে ভয়াবহ সন্ত্রাসী হামলা। বৃহস্পতিবার স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সিলোনায় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন এবং আহত হয়েছেন ৫০ জন। যে কারণে বার্সিলোনা এখন শোকের নগরী। খেলাপ্রেমী মানুষের কাছে বার্সিলোনা নামটি অন্তত পরিচিত। কেননা এই নামে আছে বিখ্যাত ফুটবল ক্লাব। যেখানে খেলে থাকেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মতো বিশ্বসেরা তারকারা। এই শহরে এমন সন্ত্রাসী হামলায় সঙ্গত কারণেই শোকাহত তারা। শোক জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমারসহ বার্সার সব ফুটবলার। বিশ্ব ফুটবলের প্রায় সবাই অন্যান্য খেলার সঙ্গে সম্পৃক্তরাও শোক জানিয়েছেন নিন্দনীয় এ হামলার। বিশ্বের বিভিন্ন লীগে চলমান আসরে এ ঘটনার জন্য নীরবতা পালন করা হচ্ছে। শুক্রবার ফরাসী লীগ ওয়ানের ম্যাচে ঘটনার প্রতিবাদ জানিয়ে নীরবতা পালন করা হয়। এদিনই পর্দা ওঠার কথা স্প্যানিশ লা লিগার। সেখানেও পালন করা হবে নীরবতা। রবিবার শোক কাটিয়ে লা লিগার নতুন মৌসুমে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। ন্যক্কারজনক সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ক্রীড়াঙ্গন। স্থানীয় দু’টি ক্লাব বার্সিলোনা ও এস্পানিওল আলাদা বিবৃতি দিয়ে জঘন্য হামলায় আক্রান্তদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল তারকারা যার যার অবস্থান থেকে সংহতি প্রকাশ করেছেন। অফিসিয়াল ওয়েবসাইটে ঘৃণা জানিয়ে বিবৃতি দেয়ার পাশাপাশি নিজেদের টুইটার পেজে বার্সা উল্লেখ করে, আমাদের শহরে এই হামলায় আমরা গভীরভাবে শোকাহত। আক্রান্তরা, তাদের পরিবার এবং বার্সিলোনার মানুষের পাশে আছি আমরা। ক্ষতিগ্রস্তদের সঙ্গে শক্তি, সাপোর্ট ও সংহতি প্রদর্শনের ডাক দিয়েছেন বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি। নিজের ইন্সটাগ্রাম পেজে শোকের প্রতীক দিয়ে বার্সিলোনা শহরের ছবি তুলে ধরেন। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, আমি সন্ত্রাসীদের জানাতে চাই যে কোন ধরনের সহিংস কর্মকা-ের বিরুদ্ধে আমি আমার যুদ্ধ চালিয়ে যাব। আমরা কখনই হাল ছাড়বো না, বিশেষ করে আমরা যারা শান্তিতে বসবাস করতে চাই। এমন এক ঘৃণামুক্ত জগত গড়তে চাই যেখানে বেশিরভাগ মানুষের মধ্যে থাকবে শ্রদ্ধা এবং সহনশীলতার সহাবস্থান। নিজের প্রিয় শহরে নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন বার্সা মহাতারকা। মেসি বলেন, প্রাণপ্রিয় বার্সিলোনায় ভয়ানক হামলায় নিহতদের পরিবার এবং তাদের বন্ধুদের প্রতি রইলো আমার গভীর সমবেদনা এবং সমর্থন। সম্প্রতি বার্সা থেকে ফরাসী ক্লাব পিএসজিতে পাড়ি দেয়া নেইমার তার টুইটার পেজে বার্সিলোনা নগরের একটি ছবি পোস্ট করেছেন। যার গায়ে বার্সিলোনার প্রতি প্রার্থনা ও হ্যাশট্যাগ (#) দিয়ে আর সন্ত্রাস নয় এমন কথা লেখা। ক্যাপশনে ব্রাজিলিয়ান তারকা লেখেন, ঈশ্বর সকল পরিবারকে সান্ত¡না দিক হ্যাশট্যাগ প্রে ফর বার্সিলোনা আই লাভ ইউ বার্সিলোনা। বার্সার উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ বলেন, বার্সিলোনায় এ ঘটনায় আমি স্তম্ভিত। শহর ও পরিবারগুলোর প্রতি আমার সব রকমের সমর্থন থাকবে! বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে টুইট করে বলেন, আমাদের শহরে এই হামলার বিরুদ্ধে সবাই। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। শুধু এরাই নন, বার্সার সব ফুটবলারই এ হামলার নিন্দা জানিয়েছেন। এরমধ্যে আছেন অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রাকিটিচ, জ্যাভিয়ের মাশ্চেরানো, আরডা টুরান, মারিও গোমেজ। সমবেদনা জানিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। সি আর সেভেন বলেন, এ ধরনের ঘটনা মেনে নেয়া যায় না। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। নিহত ও আহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইলো। ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও এ ঘটনায় শোক জানিয়েছেন।
×