ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ আহত ১০

প্রকাশিত: ০৫:০৩, ১৯ আগস্ট ২০১৭

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ আহত ১০

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তিতে নতুন আসা ও পুরাতন রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ-ছুরিকাঘাতে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে কুতুপালং বস্তি অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত চার রোহিঙ্গা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে রাত ১২টায় কুতুপালং রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, রোহিঙ্গা সন্ত্রাসীদের আল-ইয়াকিন সশস্ত্র জঙ্গী সংগঠনের দলবদ্ধ অন্তত ৩০-৪০ জনের ক্যাডার ধারালো দল অস্ত্র নিয়ে পুরাতন রোহিঙ্গাদের উপর আধিপত্য বিস্তার কল্পে হামলা চালায়। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জি ব্লকের আলী আহমদের পুত্র মোঃ আমিন, আমির সোলতানের পুত্র মোঃ আনোয়ার, এ ব্লকের মীর আহমদের পুত্র মোঃ জুবাইর, নুরুল ইসলামের পুত্র জাহেদ আলমসহ ৫-৬জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত কয়েকজনকে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×