ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম রেলস্টেশন থেকে ৫ দিনব্যাপী অগ্রিম টিকেট বিক্রি শুরু

প্রকাশিত: ০৫:০১, ১৯ আগস্ট ২০১৭

চট্টগ্রাম রেলস্টেশন থেকে ৫ দিনব্যাপী অগ্রিম টিকেট বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম থেকে ১০টি আন্তঃনগর ট্রেনের ঈদ যাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে শুক্রবার। প্রতিদিন প্রায় ৭ হাজার অগ্রিম টিকেট বিক্রির টার্গেট নিয়ে চট্টগ্রাম রেলস্টেশন থেকে আগামী ২২ আগস্ট পর্যন্ত এ টিকেট বিক্রির কার্যক্রম চলবে। চট্টগ্রাম থেকে ৪টি রুটে ঈদ যাত্রার অগ্রিম টিকেট বিক্রির কার্যক্রমে চট্টগ্রাম রেলস্টেশনের কাউন্টারগুলো অনেকটাই ফাঁকা ছিল। জানা গেছে, আগামী ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষেট্রেন যাত্রীদের জন্য ৫ দিনব্যাপী অগ্রিম টিকেট বিক্রির কার্যক্রম শুরু করেছে রেল কর্তৃপক্ষ। শুক্রবার থেকে শুরু হয়েছে চট্টগ্রাম থেকে ১০টি আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি কার্যক্রম। ১৮ আগস্ট বিক্রি করা হয়েছে আগামী ২৭ আগস্টের টিকেট। সে অনুযায়ী ১৯ আগস্ট বিক্রি হবে ২৮ আগস্টের, ২০ আগস্ট বিক্রি হবে ২৯ আগস্টের, ২১ আগস্ট বিক্রি হবে ৩০ আগস্টের ও ২২ আগস্ট বিক্রি হবে ৩১ আগস্টের টিকেট। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে টিকেট ক্রয় করতে পারবে যাত্রী বা তার প্রতিনিধি। প্রত্যেকে সর্বোচ্চ ৪টি টিকেট ক্রয় করতে পারবে।
×