ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠে রিপোর্টের জের অবশেষে সেই শিবির কর্মীর প্রোফাইল থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সরানো হলো

প্রকাশিত: ০৪:৫৯, ১৯ আগস্ট ২০১৭

জনকণ্ঠে রিপোর্টের জের অবশেষে সেই শিবির কর্মীর প্রোফাইল থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সরানো হলো

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৮ আগস্ট ॥ অবশেষে ফেসবুকের প্রোফাইল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে নিয়েছেন বাউফলের সেই শিবির কর্মী জাকির হুসাইন। ওই শিবির কর্মী তার ফেসবুকের প্রোফাইলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে জাতীয় সংসদের চীফ হুইপ ও বাউফলের এমপি আ স ম ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে বিষোদগার করে আসছিলেন। জনকণ্ঠে এ সংক্রান্ত কয়েকটি সংবাদ প্রকাশের পর শিবির কর্র্মী জাকির হুসাইন বৃহস্পতিবার রাতে তার প্রোফাইল থেকে ছবি সরিয়ে নেন। এদিকে জনকণ্ঠে ওই শিবির কর্মীকে নিয়ে সংবাদ প্রকাশের পর বাউফলের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু ও তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ ভাষায় অপপ্রচার চালানো হচ্ছে। এ ব্যাপারে সাংবাদিক বাচ্চু থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলেও পুলিশ রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নেয়নি। নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের জন্য একটি পক্ষ শিবির কর্মী জাকিরকে ব্যবহার করছেন। এদিকে জাকিরের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বাউফল থানায় একাধিক মামলাসহ নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় (মামলা নং জিআর ২৭৭/১৪) বিচারাধীন রয়েছে। এ অবস্থায় ওই শিবির কর্মীকে পুলিশ প্রোটেকশন দেয়ার ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের এক নেতা অভিযোগ করেন, উপজেলা ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পাদক মাহমুদ রাহাদ জামশেদের ছত্রছায়ায় থেকেই ওই শিবির কর্মী আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। জামশেদ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জহিরুল হক ভূইয়ার ছেলে।
×