ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আকিল জামান ইনু

র‌্যাম্পে শিল্পা শেঠি

প্রকাশিত: ০৮:২৩, ১৮ আগস্ট ২০১৭

র‌্যাম্পে শিল্পা শেঠি

মনিষা জয়সিংয়ের অপেরা প্রচলিত লেহেঙ্গার বাইরে গিয়ে মহিষা জয়সিং তার অপেরা কালেকশনে যোগ করেছেন ভিন্ন মাত্রা। মিশ্রণ ঘটিয়েছেন ইভিনিং ড্রেসেস, ককটেল শাড়িজ, ইভেনিং গাউন, ক্রক টপস এবং বল স্কাটের। তার এই নাটকীয় সংগ্রহের অনুপ্রেরণা ছিল অপেরা হাউস। শোজুড়ে শিল্পা শেঠির মোহনীয় উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। নিঃসন্দেহে শো স্টপার হিসেবে শিল্পার বিকল্প কেউ হতে পারত না। ডিজাইনার ব্রোকেট সিল্ক বল গাউনে এ এক অন্য শিল্পা। আর পোশাকের পাড়ে সোনালী ফেব্রিকের কাজ বলে দিচ্ছিল যেন এইমাত্র উঠে এসেছেন আঠারো শতকের মানচিত্র থেকে। বরুন বাহালের আর্ট নুভিউ বরুন বাহালের দৃষ্টিমনোহর পোশাকে ছিল পুরনো দিনের ছোয়া। নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন নারী সোন্দর্য, ছিল শক্তির বিচ্ছুরণ। বরুন অনুপ্রেরণা হিসেবে বেছে নিয়েছেন বিশ্বখ্যাত পেইন্টার নুভিউ আর আলফোনসে মুচাসের মাস্টারপিচগুলোকে। রঙে ছিল বৈচিত্র্য, মিশিয়েছেন আইভরি পেইল পিংক, পিচ, বার্ন্ট অরেঞ্জ, রেড ও ওল্ডরোজ। বরুনের সংগ্রহে ছিল লেহেঙ্গা, আনারকলি জ্যাকেট এবং শাড়ি। আর এসব মিলিয়ে শিল্পা ছিলেন শৈল্পিক।
×