ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দক্ষিণ এশিয়ায় অসমতা বাড়ছে

প্রকাশিত: ০৭:০৬, ১৮ আগস্ট ২০১৭

দক্ষিণ এশিয়ায় অসমতা বাড়ছে

মানুষে মানুষে অসমতা পুরো বিশ্বের তুলনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাড়ছে অনেক বেশি। এর মধ্যে বাংলাদেশের অবস্থান অনেক নিচে, অর্থাৎ বাংলাদেশে মানুষের মাঝে অসমতা ব্যাপক হারে বেড়ে গিয়েছে। ডেভেলপমেন্ট ফিন্যান্স ইন্টারন্যাশনাল এবং অক্সফাম -এ দুটি উন্নয়নমূলক ও গবেষণা সংস্থা মিলে গবেষণা চালিয়ে সিআরআই (কমিটমেন্ট টু রিডিউস ইনইকুয়ালিটি) ইনডেক্স নামে একটি বৈশ্বিক সূচক প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের অবস্থান পাকিস্তানেরও পেছনে। মোট ১৫২টি দেশের ওপর গবেষণা করে কে সমতা হ্রাসের লড়াইয়ে কতটা সফল তার ভিত্তিতে ক্রমানুসারে সাজানো হয়েছে ওই সূচকে। তালিকায় ৮টির মধ্যে ৬টি দক্ষিণ এশীয় দেশই শেষ ২০ দেশের সারিতে আছে। অর্থাৎ সমাজে মানুষে মানুষে অসমতা কমিয়ে সমতা বিধানের লড়াইয়ে দেশগুলো এখন পর্যন্ত চরম ব্যর্থতা দেখিয়েছে। এর চেয়েও বড় দুঃখজনক বিষয় হলো, ১৫২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪১। -অর্থনৈতিক রিপোর্টার
×