ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিদেশী ঋণের ব্যাপারে ৩ মাস আগে আবেদন

প্রকাশিত: ০৭:০৬, ১৮ আগস্ট ২০১৭

বিদেশী ঋণের ব্যাপারে ৩  মাস আগে আবেদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ নির্ধারিত সময়ে বিদেশী ঋণ আনতে না পারলে সময় বাড়ানোর জন্য তিন মাসে আগে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে আবেদন করতে হবে। বুধবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিদেশী ঋণ অনুমোদনের জন্য যাচাই-বাছাই কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশী ঋণ অনুমোদন সংক্রান্ত যাচাই-বাছাই কমিটির ১১৬তম সভায় ঋণ পাওয়ার সময়সীমা বৃদ্ধির জন্য তিন মাস আগে আবেদন করতে হবে। গ্রাহকের কাছ থেকে আবেদন নেয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে এই নির্দেশনা মেনে চলতে হবে। ভ্যাট আদায়ে এলটিইউর প্রবৃদ্ধি ২১.৫৯ শতাংশ অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) গত অর্থবছর মূল্য সংযোজন কর আদায়ে ২১ দশমিক ৫৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। যা এলটিইউর ইতিহাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি। এলটিইউর বেশকিছু সীমাবদ্ধতা থাকলেও সবার সহযোগিতায় এ ভ্যাট আহরণ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন এলটিইউর কমিশনার মতিউর রহমান। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় এলটিইউর সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সম্মাননা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
×