ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিলেট সিটি কর্পোরেশনের ৪৯৩ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৭:০৫, ১৮ আগস্ট ২০১৭

সিলেট সিটি কর্পোরেশনের ৪৯৩ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সিলেট সিটি কর্পোরশেনরে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪৯৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এই বাজেট ঘোষণা করেন। গত অর্থবছরে সিসিকের রাজস্ব আয় হয়েছে ৪১ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৫৬ টাকা। চলতি অর্থবছরে নিজস্ব খাতে সর্বমোট ৮৩ কোটি ১৭ লাখ ৭৮ হাজার টাকা আয় নির্ধারণ করা হয়েছে। বাজেটে উল্লিখিত আয়ের খাত হলো আবাসন কর থেকে ৪৭ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর থেকে ৮ কোটি টাকা, ইমারত নির্মাণ ও পুনঃনির্মাণের উপর কর থেকে ২ কোটি টাকা, পেশা ও ব্যবসার উপর কর আট কোটি ৫০ পঞ্চাশ লাখ টাকা, বিজ্ঞাপনের উপর কর থেকে এক কোট ৫ লাখ টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাত থেকে আয় এক কোটি টাকা, পানির সংযোগ লাইনের মাসিক চার্জ বাবদ দুই কোটি ৮০ লাখ টাকা, নলকূপ স্থাপনের অনুমোদন ও নবায়ন ফি থেকে এক কোটি ৫০ লাখ টাকা। বাজেটে রাজস্ব খাতে সর্বমোট ৪৮ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। এর মধ্যে সাধারণ সংস্থাপন খাতে ২২ কোটি ৯১ লাখ টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী ব্যয় বাবদ আট কোটি ৯০ লাখ, শিক্ষা ব্যয় খাতে এক কোটি ৩৩ লাখ, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান খাতে দুই কোটি ৫৩ লাখ টাকা ধরা হয়েছে। এছাড়া পানি সরবরাহ শাখার সংস্থাপন ব্যয়সহ পানির লাইনের সংযোগ ব্যয়, পাম্প হাউস, মেশিন, পাইপ লাইন মেরামত ও সংস্কারসহ সর্বমোট নয় কোটি ৪৪ লাখ ৭৮ হাজার টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে।
×