ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে ৪৭ ভাগ কোম্পানির দর কমেছে

প্রকাশিত: ০৭:০০, ১৮ আগস্ট ২০১৭

পুঁজিবাজারে ৪৭ ভাগ কোম্পানির দর কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এই দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রায় ৪৭ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৮৩২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৪ কোটি ২৫ লাখ টাকা কম। বুধবার এই বাজারে ৮৩৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৬১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩০৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১০৯ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিবিএস কেবল, ইফাদ অটো, ইবনে সিনা, সালভো কেমিক্যাল, আইএফআইসি, উত্তরা ব্যাংক, সিএ্যান্ডএ টেক্সটাইল, যমুনা ওয়েল, মার্কেন্টাইল ব্যাংক ও সিটি ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : মুন্নু সিরামিক, ইবনে সিনা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, স্টাইল ক্রাফট, এমবে ফার্মা, জিকিউ বলপেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মুন্নু স্টাফলার, লিব্রা ইনফিউশন ও ইস্টার্ন কেবল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : পদ্মা লাইফ, পিপলস লিজিং, সিএ্যান্ডএ টেক্সটাইল, ইস্টার্ন ব্যাংক, ইমাম বাটন, শাহজালাল ব্যাংক, উত্তরা ফাইনান্স, প্রিমিয়ার ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও রিজেন্ট টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২১৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিবিএস কেবল, ওয়ান ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক, আইএফআইসি, ব্যাংক এশিয়া, সিএ্যান্ডএ টেক্সটাইল, যমুনা ওয়েল, বে´িমকো, ফরচুন সুজ ও উত্তরা ব্যাংক।
×