ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫৯, ১৮ আগস্ট ২০১৭

টুকরো খবর

তরুণ কাউন্সিলর শ্রেষ্ঠ সমাজকর্মী স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ জেলার শিক্ষার প্রসারে এবারের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্ত্তী। একই সঙ্গে তিনি জেলার শ্রেষ্ঠ সমাজকর্মী হিসেবে নির্বাচিত হয়েছেন। তরুণ চক্রবর্ত্তী তারুণ্যের শুরু থেকেই নিজ এলাকায় সমাজের উন্নয়নে এবং পশ্চাৎপদ মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। গত পৌরসভার নির্বাচনে তিন নম্বর ওয়ার্ডের লোকজন তাকে বিপুল ভোটে নির্বাচিত করেন। তারপর তিনি আরও দায়িত্বশীল হন। তিনি নিজ এলাকার কাটনারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং কাটনার-নামাজগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিজ উদ্যোগে সংস্কার কাজ করেন। ওই দুই প্রাথমিক স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সার্বক্ষণিক ক্লিনার নিয়োগ দিয়েছেন। পাঠদান এবং পাঠ গ্রহণে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা যাতে নিয়মিত হয় সে জন্য ওই দুই স্কুলের ক্লাস কক্ষসহ পুরো অংশে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করে দিয়েছেন। তিনি জানালেন সমাজের উন্নয়নে তার পক্ষে যতটা করা সম্ভব তা করবেন। তার এলাকার পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএচসি এবং উচ্চস্তরের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করেন। তার অবদানের প্রতি স্বীকৃতি জানিয়ে শিক্ষা বিভাগ এ বছর তাকে জেলার শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সদস্যের মর্যাদা দিয়েছে। তরুণ চক্রবর্ত্তী বলেন, তার আশা আরও ভাল কাজ করে আগামীতে তিনি রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষানুরাগী সদস্য হবেন। আমতলীতে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৭ আগস্ট ॥ আমতলী পৌর শহরের মাছবাজার সংলগ্ন স্থানে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে অগ্নিকা-ে ২ টি ঘর সম্পূর্ণ এবং ২টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক টাকা। জানা গেছে, পৌর শহরের রিনা বেগমের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। এতে রিনা বেগম ও ইউসুফ ডাকুয়ার ঘর পুরে ছাই হয়ে যায় এবং হেমায়েত মিয়া ও আবদুর রহমানের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লক্ষাধিক টাকা। নিখোঁজ জেলের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জের পানগুছি নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় নৌকাসহ ডুবে নিখোঁজ হওয়া জেলে আইউব আলী নিকারীর লাশ উদ্ধার হয়েছে। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল বৃহস্পতিবার সকালে নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে থানা পুলিশের মাধ্যমে আইউব আলীর মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে থানার ওসি মোঃ রাশেদুল আলম জানিয়েছেন। গত মঙ্গলবার বেলা ১২টার দিকে একটি মালবাহী কার্গোর ধাক্কায় নৌকাসহ নদীতে ডুবে যান কচুয়া উপজেলার নাটাইখালী গ্রামের মৃত বাবর আলী নিকারীর ছেলে আইউব আলী(৭০) ও হাবিবুর রহমান(৫৫)। কোস্টগার্ডের তাৎক্ষণিনক উদ্ধার অভিযানে হাবিবুর রহমান জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন আইউব আলী। ভাঙ্গনকবলিতদের সহায়তা প্রদান স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার পদ্মাপারের গাঁওদিয়া গ্রামে পদ্মার ভাঙ্গন কবলিত ১শ’ পরিবারের মাঝে বৃহস্পতিবার চাল, টাকা ও ওষুধ বিতরণ করা হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার মনির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামসুল তাবরিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, উপজেলা সমাজসেবা অফিসার মোকলেছুর রহমান, গাঁওদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, ইউপি সদস্য তোবারক হোসেন ঢালী ও শেখ আয়নাল হাসান উপস্থিত থেকে এই ত্রাণ বিতরণ করেন। বিশেষ ট্রেন চিলাহাটি পর্যন্ত চালানোর দাবি স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আসন্ন ঈদ-উল-আযহার ঘরমুখী মানুষের বাড়ি ফেরা ও ঈদ শেষে কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে বিশেষ ট্রেনটির গন্তব্য পুনঃনির্ধারণের দাবি উঠেছে। ঢাকা-পার্বতীপুর পথে চলাচলকারী ওই বিশেষ ট্রেনটি নীলফামারীর শেষ সীমান্ত চিলাহাটি পযর্ন্ত চলাচলের দাবি করছেন স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা। এলাকাবাসীর অভিযোগ সড়কপথে যমুনা সেতু হয়ে টাঙ্গাইল পর্যন্ত প্রচ- যানজট চলছে। ফলে যাত্রীরা এখন ট্রেনমুখী হয়েছে। এদিকে বিশেষ ট্রেনটি ঢাকা-পার্বতীপুরের পরিবর্তে ঢাকা-চিলাহাটি চলাচলের দাবি তুলে জেলার সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও রেল শ্রমিক লীগের নেতা মোখছেদুল মোমিন পত্র পাঠিয়েছেন রেলের পশ্চিমাঞ্চলের উর্ধতন কর্তৃপক্ষের নিকট। বৃহস্পতিবার তিনি বিষয়টি নিশ্চিত করেন।
×