ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খুলনায় বকেয়া দাবিতে বিজেএমসি কার্যালয় ঘেরাও

প্রকাশিত: ০৬:৫৪, ১৮ আগস্ট ২০১৭

খুলনায় বকেয়া দাবিতে বিজেএমসি কার্যালয় ঘেরাও

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা তাদের পিএফ ও গ্রাচ্যুইটির বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ঘেরাও কর্মসূচী পালন করেছেন। অবসরপ্রাপ্ত শ্রমিকদের দাবি আদায় লিয়াজোঁ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খালিশপুরের চরেরহাট এলাকায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত পাটকলের খুলনা আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচী পালন করা হয়। এর আগে তারা বাসন হাতে ভুখা মিছিল করেন। অবস্থান কর্মসূচীতে কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সৈয়দ আরব আলী বলেন, অবসরের পর ৩০ কর্মদিবসের মধ্যে সবার ন্যায্য পাওনা পরিশোধের কথা থাকলেও পাট মন্ত্রণালয় ও বিজেএমসি অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করছে না।তিনি আসন্ন ঈদের আগেই সব বকেয়া পাওনা পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। এ সময় আরও বক্তৃতা করেনÑ প্লাটিনাম জুটমিলের আবসরপ্রাপ্ত শ্রমিক জাহাঙ্গীর হোসেন, মুন্সী ওয়াদুদ আলী, ক্রিসেন্ট জুটমিলের আব্দুস ছালাম সরদার, স্টার জুটমিলের আব্দুর রশিদ হাওলাদার, আলীম জুটমিলের রেজাউল হোসেন, ইস্টার্ন জুটমিলের মোজাম্মেল হক, আব্দুল মজিদ, কার্পেটিং জুটমিলের শ্রমিক আহাদ আলী প্রমুখ।
×