ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাটহাজারীতে আধিপত্য নিয়ে ছাত্রলীগের মহড়া ॥ ফাঁকা গুলি, আহত ১০

প্রকাশিত: ০৬:৫৪, ১৮ আগস্ট ২০১৭

হাটহাজারীতে আধিপত্য নিয়ে ছাত্রলীগের মহড়া ॥ ফাঁকা গুলি, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১৭ আগস্ট ॥ হাটহাজারী উপজেলা সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের একাংশ বৃহস্পতিবার সকালে মহড়া দেয়। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসানের নেতৃত্বে একটি গ্রুপ অতর্কিতভাবে হাটহাজারী কলেজ ক্যাম্পাসে ঢুকে সব ক্লাসের শিক্ষার্থীদের বের করে দেয়। পরে এলাকায় ত্রাস সৃষ্টির জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। ছাত্রলীগের বিক্ষুব্ধ কয়েক কর্মী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বিপক্ষীয় মঞ্জু গ্রুপের চিহ্নিত কয়েকজনকে মারধর করে। এতে ১০ জন আহত হয়। উল্লেখ্য, এক মাস ধরে উপজেলা সদরে ইউনুস গণি ও এমএ সালাম সমর্থিত গ্রুপ ছাড়াও নোমান ও মঞ্জু উপগ্রুপের মধ্যে কোন্দল সৃষ্টি হয়ে আসছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বুধবার সংঘটিত ঘটনার জের ধরে বৃহস্পতিবার ইউনুস গণি সমর্থিত হাসানের নেতৃত্বে মহড়া দিয়ে উপজেলা সদরে ত্রাস সৃষ্টি করেছে বলে অভিযোগ করা হয়। এদিকে, একই উপজেলার কাটিরহাটে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের মুখোশধারী কয়েক যুবক স্থানীয় ‘পিতা মুজিব ছাত্র কল্যাণ সংস্থা’ নামে একটি সংগঠনের কার্যালয় ভাংচুর করে।
×