ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতীয় শোকদিবস উপলক্ষে হামদর্দে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রকাশিত: ০৬:৫২, ১৮ আগস্ট ২০১৭

জাতীয় শোকদিবস উপলক্ষে হামদর্দে  ফ্রি মেডিক্যাল ক্যাম্প

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে মঙ্গলবার দেশব্যাপী হামদর্দের সব চিকিৎসাকেন্দ্রে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ এবং হামদর্দের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হামদর্দের চীফ মোতোওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ একে আজাদ খান। আরও উপস্থিত ছিলেন হামদর্দের মোতোওয়াল্লি ও সিনিয়র পরিচালক বিপণন ড. হাকীম রফিকুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোঃ আনিসুল হক, পরিচালক হামদর্দ বিশ্ববিদ্যালয় প্রকল্প মেজর ইকবাল মাহমুদ চৌধুরী (অব), পরিচালক বিক্রয় হাকীম সাইফ উদ্দিন মুরাদ ভূঁইয়া। বিজ্ঞপ্তি বাপবি বোর্ডে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন বুধবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদের (ক্রীসকপ) উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাপবিবো সদর দফতর ভবনে মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন। বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) আতাউল হক মোল্লা, সদস্য (সমিতি ব্যবস্থাপনা) ইমদাদুল ইসলাম ও সদস্য (বিতরণ ও পরিচালন) মোস্তফা কামাল। এছাড়া, বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়। রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন। বিজ্ঞপ্তি
×