ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জামিনে মুক্তি পেয়েই হামলার শিকার

প্রকাশিত: ০৬:৫১, ১৮ আগস্ট ২০১৭

জামিনে মুক্তি পেয়েই হামলার শিকার

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৭ আগস্ট ॥ ঝিনাইদহ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন মোয়াজ্জেম হোসেন (৩৫) নামে এক ব্যক্তি। বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পৌর এলাকার গোপীনাথপুর গ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ২০ দিন আগে একটি মারামারির মামলায় মোয়াজ্জেম হোসেন গ্রেফতার হন। তিনি সদর উপজেলার কালিকাপুর গ্রামের জলিল ম-লের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক জানান, মারামারির মামলায় জামিন পেয়ে মোয়াজ্জেম হোসেন রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। বিদ্যুতস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ আগস্ট ॥ সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর গ্রামে বৃহস্পতিবার মজিদা বেগম (৫১) নামে এক গৃহবধূ বিদ্যুতস্পৃষ্টে মারা গেছেন। মজিদা গরু নিয়ে ত্রিমোহনী রেল সিগন্যাল এলাকায় গেলে গরুটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটি স্পর্শ করায় বিদ্যুতায়িত হয়ে ছটফট করতে থাকে। এ সময় মজিদা গরুটিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুতস্পৃষ্ট হয়ে গরুসহ ঘটনাস্থলেই মারা যান।
×