ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাকৃবির ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত: ০৬:৪৯, ১৮ আগস্ট ২০১৭

বাকৃবির ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাকৃবি সংবাদদাতা ॥ দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষিশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার। কৃষি ও কৃষি বিজ্ঞানের সকল শাখায় উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৯৫৯ সালের জাতীয় শিক্ষা কমিশন এবং খাদ্য ও কৃষি কমিশনের সুপারিশের ১৯৬১ সালের আজকের এই দিনে ময়মনসিংহ শহরের অদূরে যাত্রা শুরু করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীনে ৪৩টি বিভাগে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিজ্ঞানী, কৃষিবিদ, কৃষিপ্রযুক্তিবিদ ও কৃষি প্রকৌশলী তৈরি করার লক্ষ্যকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখানকার গবেষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় যুগোপযোগী ও লাগসই কৃষিপ্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষিজ পণ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণ। সম্প্রতি শিক্ষার মান, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনসহ বিভিন্ন বিষয় বিবেচনায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের খেতাব অর্জন করেছে। এছাড়াও কৃষি ক্ষেত্রে বিভিন্ন অবদানের জন্য জাতীয় পদক ও সম্মাননা লাভ করে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালের স্বাধীনতা পদক পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মোঃ নাজমুল আহসান। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, গবেষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর। তিনি বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা নামে যে ইস্যু বর্তমানে বিশ্বজুড়ে শোনা যাচ্ছে সে ক্ষেত্রে বাংলাদেশ রোল মডেল।
×