ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বদনাম কুড়াচ্ছে সিলেট ছাত্রলীগ

প্রকাশিত: ০৬:৪৯, ১৮ আগস্ট ২০১৭

বদনাম কুড়াচ্ছে  সিলেট ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ একের পর এক বিতর্কিত কা- ঘটিয়ে বদনাম কুড়াচ্ছে সিলেট ছাত্রলীগ। জাতীয় শোক দিবসে নগরীর রিকাবীবাজারে এক রেস্টুরেন্টে ঝগড়া-বিবাদের সময় পুলিশ সদস্যকে মারধরের পর বুধবার রতে এক ব্যবসায়ী ছাত্রলীগ কর্মীদের মারধরের শিকার হন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বুধবার রাতে দরগা গেট এলাকার হলি স্পট নামের ব্যবসা প্রতিষ্ঠানে যান ছাত্রলীগ কর্মী রনি ও তার এক সহযোগী। এ সময় দোকানের ভেতর তারা উচ্চৈস্বরে মোবাইল ফোনে কথা বলছিলেন। দোকানের মালিক পাপলু তাদের আস্তে কথা বলতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই দুই ছাত্রলীগ কর্মী। দোকান থেকে বের হয়ে তারা মোবাইল ফোনে তাদের সহকর্মীদের খবর দেয়। কিছুক্ষণ পর মোটরসাইকেলে ৮-১০ জন ছাত্রলীগ নেতাকর্মী এসে ব্যবসায়ী পাপলুর ওপর হামলা চালায়। তারা বেধড়ক মারধর করে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। ছাত্রলীগ কর্মী রনির নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। জাতীয় শোক দিবসের দিন নগরীর রিকাবীবাজারে রেস্টুরেন্টে খাওয়ার পর ম্যানেজারের সঙ্গে ঝগড়া শুরু হয়। এ বিষয়ে কথা বলতে যাওয়া পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক তানভীর কবীর সুমন ও তার সহযোগীরা। জাতীয় শোক দিবসের কর্মসূচী পালন নিয়ে এমসি কলেজ ছাত্রলীগের বিবদমান গ্রুপগুলো টিলাগড় এলাকায় মহড়া দেয়। এ নিয়ে এলাকায় ভীত-সন্তস্ত্র পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে এমসি কলেজ এলাকায় বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করে শাহপরাণ থানা। গত সপ্তাহে একাধিকবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ কর্মীদের হামলায় এমসি কলেজ হোস্টেলের কয়েকটি কক্ষ ভাংচুর হয়। সম্প্রতি সিলেটে ছাত্রলীগ কর্মীদের বিভিন্ন বিতর্কিত কর্মকা- নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ বিভিন্ন সিন্ধান্তও গ্রহণ করেছে। তা সত্ত্বেও চলমান কর্মকা- দলের ভাবমূর্তিকে বিনষ্ট করছে।
×