ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭২ কোটি টাকার ফ্লাড ওয়াল কাজে আসেনি

প্রকাশিত: ০৬:৪৮, ১৮ আগস্ট ২০১৭

৭২ কোটি টাকার ফ্লাড ওয়াল কাজে আসেনি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৭ আগস্ট ॥ শহরবাসীকে বন্যার হাত থেকে বাঁচাতে শহরের বুকচিরে প্রবাহিত ছোট যমুনা নদীর দু’পাড়ে নির্মাণ করা হয় ফ্লাড ওয়াল। নদীর দুই তীরে শহর এলাকায় নির্মিত এ ফ্লাড ওয়াল নির্মাণে ব্যয় হয় ৭২ কোটি টাকা। কিন্তু এত টাকা ব্যয় করে নির্মিত ফ্লাড ওয়াল শহরবাসীর কোন কাজে এলো না। শহরের পানি নিষ্কাশনের জন্য ফ্লাড ওয়ালের মাঝে মাঝে আউটলেট (ড্রেন) নির্মাণ করা হয়। শহরের পানি নদীতে পড়ার ব্যবস্থা করা হলেও নদীর পানি বৃদ্ধি পেয়ে যে শহরে ঢুকতে পারে, তা আটকানোর কোন ব্যবস্থা রাখা হয়নি। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মিত ফ্লাড ওয়ালে আউটলেটের ব্যবস্থা থাকলেও ইনলেটের কোন ব্যবস্থা নেই। ফলে এবারের নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আউটলেটের সুড়ঙ্গপথে হু হু করে নদীর পানি শহরে প্রবেশ করে গোটা শহর প্লাবিত হয়। শহরবাসী জানায়, শহর এলাকাকে বন্যামুক্ত রাখতে নির্মিত ফ্লাড ওয়াল নির্মাণে সরকারের বিপুল অঙ্কের টাকা ভাগ-বাটোয়ারা করে নেয়া হয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কতিপয় রাজনৈতিক নেতার যোগসাজশে ৭২ কোটি টাকার প্রকল্পের একটি বড় অংশ লুটপাট করা হয়। অবশিষ্ট টাকা দিয়ে ফ্লাড ওয়াল নির্মাণ করা হলেও অপরিকল্পিতভাবে আউটলেট ড্রেন নির্মাণ করা হয়। আর এতে শহরের পানি নদীতে পড়ার ব্যবস্থা থাকলেও নদীর পানি যাতে শহরে ঢুকতে না পারে, তেমন কোন ব্যবস্থা রাখা হয়নি। পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টদের এমন অনিয়মের কারণে আজ শহরবাসীকে বন্যার পানিতে ভাসতে হচ্ছে। এমন বক্তব্য শহরের সচেতন মহলের। এসব ঘটনায় শহরজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
×