ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা প্রসঙ্গে বললেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার, দ্বিতীয় লেগ না খেললেও ছিলেন দলের উৎসবের মধ্যমণি

এটা হাস্যকর সিদ্ধান্ত, নির্যাতন ॥ রোনাল্ডো

প্রকাশিত: ০৬:৩৯, ১৮ আগস্ট ২০১৭

এটা হাস্যকর সিদ্ধান্ত, নির্যাতন ॥ রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ রেফারিকে ধাক্কা মারার অপরাধে রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এ নিয়ে বেশ হৈচৈ হচ্ছে। অনেকে বলছেন, লঘু পাপে গুরুদ- দেয়া হয়েছে। এবার এ নিয়ে মুখ খুলেছেন স্বয়ং সি আর সেভেন। সাজা কমানোর আপীল প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি জানিয়েছেন, পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়াটা অতিরিক্ত ও হাস্যকর। নিষেধাজ্ঞার কারণে স্প্যানিশ লা লিগার প্রথম চার ম্যাচেও দর্শক হয়ে থাকতে হবে রোনাল্ডোকে। নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ২০ সেপ্টেম্বর লীগে রিয়াল বেটিসের বিরুদ্ধে ফিরতে পারবেন চারবারের বর্ষসেরা এই ফুটবলার। আপীল প্রত্যাখ্যাত হওয়ার পর ইন্সটাগ্রামে রোনাল্ডো লেখেন, এটা আমার কাছে অত্যধিক ও হাস্যকর লাগছে। এটা নির্যাতন। নিষেধাজ্ঞার কারণে রিয়ালের হয়ে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে পারেননি পর্তুগীজ তারকা। এরপরও উৎসবের কমতি ছিল না। তাকে ছাড়াই ট্রফি জয় নিশ্চিত করে গ্যালাক্টিকোরা। এরপর উৎসবের মধ্যমণিও হয়েছেন সময়ের সেরা তারকা। সতীর্থদের সঙ্গে ট্রফি নিয়ে উৎসবে মেতে ওঠেন সি আর সেভেন। ন্যুক্যাম্পে প্রথম লেগে গোল করার পর জার্সি খুলে উদযাপন এবং ডি বক্সে ডাইভের অভিযোগে দুই হলুদ কার্ডে বহিষ্কার হয়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান রোনাল্ডো। আর লালকার্ড দেখে মেজাজ হারিয়ে হাত দিয়ে রেফারির পিঠে ধাক্কা মারার অপরাধে নিষিদ্ধ হন আরও চার ম্যাচ। বুধবার মধ্যাহ্ন ভোজের সময় লা লিগার আপীল কমিটির কাছে রোনাল্ডোর পক্ষে যুক্তি তুলে ধরে রিয়াল। কিন্তু তার আবেদন নাকচ করে দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। অবশ্য বাকি চার ম্যাচের নিষেধাজ্ঞা কমানোর প্রত্যাশায় লা লিগা চ্যাম্পিয়নরা বিষয়টি এখন স্প্যানিশ সরকারের ক্রীড়া বিষয়ক আদালতে নিতে পারে। রোনাল্ডোর এই শাস্তিকে অনেকেই অতিরঞ্জিত হিসেবে দেখছেন। রিয়াল অধিনায়ক সার্জিও রামোস বলেন, আমি মনে করি, সে ভারসাম্য হারিয়ে ফেলেছিল। সে ডাইভ দেয়নি। এই শাস্তি মেনে নেয়া যায় না। কোচ জিনেদিন জিদানও এ সিদ্ধান্তের সমালোচনা করেন। এই নিষেধাজ্ঞার শাস্তিকে অত্যধিক বলেছেন রোনাল্ডোর রিয়াল সতীর্থ দানি কারভাহাল। এই রাইট ব্যাক বলেন, আমি মনে করি রোনাল্ডোর জন্য এই নিষেধাজ্ঞা একটু বেশি হয়ে গেছে। তারজন্য এটা খুব হতাশাজনক পরিস্থিতি। এটা খুবই বেশি। আমি আশাকরি কমিটি কিছু ম্যাচ কমাতে পারে। স্প্যানিশ এই ফুটবলার বলেন, এই ধরনের নিষেধাজ্ঞা ও সিদ্ধান্তগুলো শিরোপা নির্ধারণ করে।
×