ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলায় কারা দাঙ্গায় নিহত ৩৭

প্রকাশিত: ০৬:৩৩, ১৮ আগস্ট ২০১৭

ভেনিজুয়েলায় কারা দাঙ্গায় নিহত ৩৭

ভেনিজুয়েলার দক্ষিণাঞ্চলীয় আমাজোনাস রাজ্যের একটি কারাগারে এক ঘণ্টার দাঙ্গায় অন্তত ৩৭ জন বন্দী নিহত হয়েছেন বলে বুধবার কর্মকর্তারা জানিয়েছেন। খবর এএফপির। প্রসিকিউটরের দফতর জানায়, পুয়ের্তো আইয়াকুচো শহরের কারাগারে বন্দীদের মধ্যে সংঘটিত হওয়া দাঙ্গায় নিহত ৩৭ ব্যক্তির ঘটনা তদন্ত হচ্ছে। গবর্নর লিবোরিও গুয়ারুলা জানান, দাঙ্গায় ৩৫ জনের লাশ শনাক্ত করা হয়েছে। প্রসিকিউটররা জানায়, মঙ্গলবার থেকে বুধবার ভোর পর্যন্ত সংঘটিত দাঙ্গায় ১৪ কর্মকর্তা আহত হয়েছেন। তবে কেউই মারা যাননি। দু’টি কারাগার পর্যবেক্ষক গোষ্ঠী এ উইন্ডো টু ফ্রিডম ও ভেনিজুয়েলান প্রিজনস অবজারভেটরি জানায়, নিহত ৩৭ জনই বন্দী। এ উইন্ডো টু ফ্রিডমের কার্লোস নিয়েতো জানান, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থামূলক কারাগারের মধ্যে এটিই সবনিকৃষ্ট দাঙ্গা। এটিই একমাত্র দাঙ্গা যা গত ৪৮ ঘণ্টা বন্দীদের নিয়ন্ত্রণে ছিল। সেখানে এমন অনেকে ছিল যারা বছরের পর বছর ধরে বন্দী রয়েছে। গবর্নর জানান, দাঙ্গার সময় কারাগারটিতে এক শ’ পাঁচজন বন্দী ছিল। ভেনিজুয়েলার কারাগারের দাঙ্গার ইতিহাস খুবই করুণ। ২০১৩ সালে ইউরিবানা কারাগারে দাঙ্গায় ৬০ জন নিহত হয়।
×