ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আয়ারল্যান্ডে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ০৬:১৬, ১৮ আগস্ট ২০১৭

আয়ারল্যান্ডে জাতীয় শোক দিবস পালন

আয়ারল্যান্ড ও ডাবলিন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে গত ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের শাহাদাতবার্ষিকী ডাবলিনের সুইট এ্যান্ড স্পাইস রেস্টুরেন্টে পালিত হয়েছে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু, তার পরিবার ও অন্যান্য সকলের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া পাঠ করা হয়। সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য আওয়ামী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সমাজ সেবা ও আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, দলে এখনও খন্দকার মোশতাকেরা ঘাপটি মেরে আছে। বক্তব্য রাখেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলক সরকার, ডাবলিন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান লিঙ্কন ও আয়ারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ বিপুল প্রমুখ। সভাপতিত্ব করেন ডাবলিন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফিরোজ হোসেন। ডাবলিন আওয়ামী লীগের সদস্য সচিব সমীর কুমারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আয়ারল্যান্ড স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ আর নয়ন, ছাত্রলীগ থেকে নির্বাচিত জামালপুর ডিগ্রী কলেজের সাবেক জিএস রবিন খান ও জনি আহমেদ। -বিজ্ঞপ্তি
×