ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার আদালত পরিবর্তন আদেশ রবিবার

প্রকাশিত: ০৬:১৪, ১৮ আগস্ট ২০১৭

খালেদার আদালত পরিবর্তন আদেশ রবিবার

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আবেদনের আদেশের দিন পিছিয়ে আগামী রবিবার দিন ধার্য করেছে হাইকোর্ট। অন্যদিকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে আবু সালেহ শেখ মোঃ জহিরুল হককে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার বিষয়ে জারি করা রুলের ওপর শুনানি ২২ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। অন্যদিকে পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ জানতে চেয়ে লিগ্যাল নোটিস পাঠিয়েছে ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আবেদনের আদেশের দিন পিছিয়ে আগামী রবিবার দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মোঃ শওকত হোসেন ও বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ দিন ধার্য করেন। এর আগে গত ১০ আগস্ট খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিল হাইকোর্ট। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও এ্যাডভোকেট জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন এ্যাডভোকেট খুরশিদ আলম খান। এর আগে গত ৭, ৮ ও ৯ আগস্ট খালেদার আবেদনের ওপর শুনানি হয়। গত ৬ আগস্ট জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আবেদন করেন। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ বর্তমানে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারকাজ চলছে। এর আগেও খালেদা জিয়ার আবেদনে এই মামলায় আদালত পরিবর্তন করে দিয়েছিল হাইকোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অভিযোগে বলা হয়েছে, ট্রাস্টের ২ কোটি ১০ লাখ টাকা এসেছে সৌদি আরব থেকে। প্রকৃতপক্ষে এই অর্থ কুয়েতের আমির অরফানেজ ট্রাস্টের জন্য দিয়েছেন। যে টাকা লাভসহ প্রায় পৌনে ৬ কোটি এখনও ট্রাস্ট ফান্ডে জমা রয়েছে।
×