ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ থেকে ট্রেন-বাসের অগ্রিম টিকেট

প্রকাশিত: ০৫:৫৩, ১৮ আগস্ট ২০১৭

আজ থেকে ট্রেন-বাসের অগ্রিম টিকেট

স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে। পাঁচ দিনব্যাপী টিকেট বিক্রির প্রথম দিনে দেয়া হবে ২৭ আগস্টের টিকেট। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট সংগ্রহ করতে পারবেন। বৃহস্পতিবার রেল ভবনে একটি বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঈদযাত্রায় রেলওয়ের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী মুজিবুল হক। তিনি জানান, কমলাপুরে ২৩ কাউন্টারের মধ্যে দুটি থাকবে নারীদের জন্য সংরক্ষিত। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকেট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। ঈদ উপলক্ষে সাত জোড়া বিশেষ ট্রেন বিভিন্ন রুটে চলাচল করবে। এছাড়া ২৫ আগস্ট থেকে দেয়া হবে ফিরতি টিকেট। এদিকে ২০ তারিখ থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে উত্তরাঞ্চলের বাসযাত্রীদের জন্য অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে। ২৩ আগস্ট থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। নৌপথে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে বৈঠক হয়েছে। বৈঠকে বিআইডব্লিউটিএ, বিআরডব্লিউটিসি, লঞ্চ মালিক ও শ্রমিক প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঢাকা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে লঞ্চে যাত্রী নিরাপত্তা, টিকেট কালোবাজারি প্রতিরোধ, লঞ্চে নিরাপত্তা সরঞ্জাম রাখা, অপরাধ দমন, মাঝনদীতে যাত্রী তোলা, বাড়তি যাত্রী পরিবহন, মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়। ২ সেপ্টেম্বর ঈদ ধরে টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এভাবেই প্রস্তুতি নেয়া হয়েছে নৌ-রেলসহ সড়কপথে। প্রতি বছরের মতো এবারও মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বাসের অগ্রিম টিকেট দেয়া হবে না। যাত্রী থাকাসাপেক্ষে বাস ছাড়ার কথা জানিয়েছেন মালিক সমিতির নেতারা। বিশেষ ট্রেন ॥ ঈদ উপলক্ষে সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। ট্রেনগুলো হলোÑ দেওয়ানগঞ্জ স্পেশাল ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ও ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া চাঁদপুর স্পেশাল-১ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ও ৩ থেকে ৯ সেপ্টেম্বর চলাচল করবে। চাঁদপুর স্পেশাল-২ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ও ৩ থেকে ৯ সেপ্টেম্বর চলাচল করবে। রাজশাহী স্পেশাল রাজশাহী-ঢাকা-রাজশাহী ২৯ আগস্ট থেকে ১ সেপ্টম্বর ও ৩ থেকে ৯ সেপ্টেম্বর চলাচল চলবে। পার্বতীপুর স্পেশাল পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ও ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে। এছাড়া শোলাকিয়া স্পেশাল-১ ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার পবিত্র ঈদের দিন চলবে। আরেকটি ট্রেন শোলাকিয়া স্পেশাল-২ ময়মনসিংহ-কিশোরগঞ্জ- ময়মনসিংহ পবিত্র ঈদের দিন চলবে। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ঈদ উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অফ ডে প্রত্যাহার করা হয়েছে। ঈদ-উল-আযহার পাঁচ দিন আগে ২৮ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে। অগ্রিম টিকেট বিক্রি ॥ বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকেট বিক্রি হবে এবারও। ২৭ আগস্ট থেকে ৩১ আগস্ট তারিখে ভ্রমণের টিকেট প্রচলিত নিয়মানুসারে ১০ দিন পূর্বে যথাক্রমে ১৮-২২ আগস্ট বিক্রি হবে। ঢাকা ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঈদপূর্ব অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থাপনায় সকাল আটটা থেকে দেয়া শুরু হবে। আজ ১৮ আগস্ট শুক্রবার দেয়া হবে ২৭ আগস্ট রবিবারের টিকেট। ১৯ আগস্ট বিক্রি হবে ২৮ আগস্টের টিকেট, ২০ আগস্ট বিক্রি হবে ২৯ আগস্টের টিকেট, ২১ আগস্ট বিক্রি হবে ৩০ আগস্টের টিকেট, ২২ আগস্ট শেষ দিনে বিক্রি হবে ৩১ আগস্টের অগ্রিম টিকেট। ফিরতি টিকেট ॥ ঈদ ফেরত যাত্রীদের ভ্রমণের জন্য অগ্রিম টিকেট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল আটটা থেকে বিক্রি হবে। ২৫ আগস্ট বিক্রি হবে ৩ সেপ্টেম্বরের অগ্রিম টিকেট, ২৬ আগস্ট ৪ সেপ্টেম্বরের, ২৭ আগস্ট ৫ সেপ্টেম্বরের, ২৮ আগস্ট ৬ সেপ্টেম্বরের, ২৯ আগস্ট ৭ সেপ্টেম্বরের ফিরতি টিকেট বিক্রি করা হবে। ২০ আগস্ট থেকে লঞ্চের কেবিনের টিকেট বিক্রি ॥ ঈদ উপলক্ষে লঞ্চের কেবিনের অগ্রিম টিকেট বিক্রি শুরুর দ্বিতীয় দিনে তা আবারও বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো টিকেট বিক্রির কথা ছিল। সর্বশেষ ২০ আগস্ট থেকে অগ্রিম টিকেট বিক্রির সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে। মালিকপক্ষের মধ্যে দ্বিমত থাকায় এমন পরিস্থিতির কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। দক্ষিণাঞ্চলের ৪১ রুটের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিনের টিকেট বিক্রি শুরু হবে আগামী সোমবার থেকে। তারা জানান, সদরঘাট লঞ্চ টার্মিনালের বুকিং কাউন্টার থেকে ওই দিন সকাল থেকে যাত্রীরা টিকেট সংগ্রহ করতে পারবেন। ২৩ আগস্ট থেকে বিআরটিসির অগ্রিম টিকেট ॥ ২৩ আগস্ট থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি। রাজধানীর কমলাপুর, কল্যাণপুর, আব্দুল্লাহপুর ও গুলিস্তান ডিপো থেকে একযোগে টিকেট বিক্রি হবে। ঈদের আগের দিন পর্যন্ত টিকেট দেয়া হবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মিজানুর রহমান।
×