ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নোয়াখালীতে মাজারের খাদেমকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৮:৪৮, ১৭ আগস্ট ২০১৭

নোয়াখালীতে মাজারের খাদেমকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

বিডিনিউজ ॥ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক মাজারের খাদেমকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার রাতে নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত সোনা মিয়া (৬৫) সোনাইমুড়ীর আফজল শাহ্ মাজারের খাদেম ছিলেন। তার বাড়ি শরীয়তপুর সদরের হাদিপুর গ্রামে। এই ঘটনায় ইলিয়াছ (২২) ও সুজন (২০) নামে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আফজল শাহর নাতি মাজার পরিচালনা কমিটির সদস্য সামছুদ্দোহা মজনু বলেন, রাত আটটার দিকে তিন যুবক মাজারে মোমবাতি দেয়ার কথা বলে ভেতরে ঢোকে। কিছুক্ষণ পর খাদমকে মাজারের পাশে ঝোপের কাছে কোপানো ও গলাকাটা অবস্থায় পাওয়া যায়। খাদেমের স্ত্রী এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে এলাকাবাসী এসে ধাওয়া করে ইলিয়াছ ও সুজনকে আটক করে। খবর পেয়ে জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ ঘটনাস্থলে যান। আটক দুই যুবক হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানান এসপি শরীফ। গত কয়েক বছরে বিভিন্ন মাজারে জঙ্গীদের হামলার প্রেক্ষাপটে এই ঘটনার সঙ্গে তার যোগসূত্র রয়েছে কিনা, সাংবাদিকরা জানতে চাইলে এসপি শরীফ বলেন, তেমনটি মনে করছেন না তিনি। ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরাও গেছেন বলে জানান এসপি।
×