ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেসরকারী খাতে পরিবহনের ফিটনেস পরীক্ষার উদ্যোগ

প্রকাশিত: ০৮:৪৬, ১৭ আগস্ট ২০১৭

বেসরকারী খাতে পরিবহনের ফিটনেস পরীক্ষার উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ নতুন পদ্ধতিতে পরিবহনের ফিটনেস পরীক্ষা শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বাদ দেয়া হয়েছে পরিবহনের পুরনো ফিটনেস টেস্টিং পদ্ধতি। এখন অটোমেটেড ভিআইসি মেশিনের সাহায্যে পরিবহনের ফিটনেস সার্টিফিকেট দেয়া হচ্ছে। সম্প্রতি জাইকার বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল -১ এ সীমিত পরিসরে নতুন পদ্ধতিতে গাড়ির ফিটনেস দেয়া শুরু হয়। প্রতিদিন প্রায় ৬০টি পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান, মিনিবাসসহ ভারি যানবাহন টেস্ট করা হচ্ছে। গ্রাহকরা জানিয়েছেন, প্রয়োজনের তুলনায় সেবার পরিধি খুবই সামান্য। প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহন এখনও ম্যানুয়াল পদ্ধতিতে ফিটনেস টেস্টিং হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিআরটিএর চলমান গাড়ি ফিটনেস কার্যক্রমের পরিবর্তন আনতে বেসরকারী সহায়তায় স্থানান্তরযোগ্য অতিরিক্ত সংখ্যক ভিআইসি মেশিন স্থাপনের মধ্য দিয়ে স্বল্প সময়ে অধিক সংখ্যক ফিটনেস সার্টিফিকেট প্রদান করে ডিজিটালাইজড পদ্ধতিতে যানবাহন ফিটনেস কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। বেসরকারীভাবে এই ফিটনেস পদ্ধতি চালু হলে গ্রাহকরা অনলাইনের মাধ্যমে ফিটনেস টেস্টিংয়ের জন্য এ্যাপয়নমেন্ট করতে পারবে এবং ফিটনেস সংক্রান্ত সকল তথ্য জানতে পারবে। অনলাইনে ফিটনেস ফরম পূরণের ফলে নির্দিষ্ট সময় ও তারিখে নির্ধারিত লেনে ফিটনেস টেস্টিংয়ের জন্য গাড়িসহ আসতে হবে। এতে ২০-২৫ মিনিটে ফিটনেস পরীক্ষা করে সার্টিফিকেট প্রদান করা সম্ভব বলে মনে করেন তারা।
×