ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিরপুর থেকে আরেকটি মার্সিডিজ জব্দ

প্রকাশিত: ০৮:১৯, ১৭ আগস্ট ২০১৭

মিরপুর থেকে আরেকটি মার্সিডিজ জব্দ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুর থেকে আরও একটি মার্সিডিজ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। বুধবার বিকালে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার ২৩১ নম্বর বাড়ির গ্লোরিয়ার মর্তুজার বি-১ গ্যারেজ হতে সিলভার কালারের বিলাসবহুল মার্সিডিজ গাড়িটি আটক করা হয়। গাড়িটির চেসিস নম্বর পরীক্ষা করে দেখা যায় যে, এটি ২০১০ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে কারনেট ডি প্যাসেজ সুবিধায় আনা হয়। কাস্টম হাউস চট্টগ্রামের কারনেট সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা যায়, যুক্তরাজ্য প্রবাসী জনৈক হোসেইন সোলায়মান, (পাসপোর্ট নং ০৯৪১০৫৫৩৩। তার বাসস্থান:ব্রক্সবুর্ন হাউজ, এমসন স্ট্রিট লন্ডন ) গাড়িটির মালিক। তিনি গত ২০১০ সালে ২ মে কারনেট (সিসিএক্স ৫০২১৩৯) এর মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে তিন মাসের মধ্যে পুনঃরফতানির শর্তে এই গাড়িটি শুল্কমুক্ত সুবিধায় খালাস করে আনেন। গাড়িতে কোন নাম্বারপ্লেট সংযুক্ত ছিল না। গাড়িটি দীর্ঘদিন যাবত এই গ্যারেজে ছিল। জানা যায়, শুল্ক গোয়েন্দা গত ২ বছর যাবত চলমান অবৈধ বিলাসবহুল গাড়ি আটকের অভিযানের নজরদারি এড়াতে ব্যবহারকারী গাড়িটি এই গ্যারেজে লুকিয়ে রাখেন। প্রযোজ্য শুল্ক করাদিসহ গাড়িটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
×