ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে দশ মাসের সেই শিশুটির ঠিকানা হলো

প্রকাশিত: ০৮:১৯, ১৭ আগস্ট ২০১৭

অবশেষে দশ মাসের সেই শিশুটির ঠিকানা হলো

কোর্ট রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেলে যাওয়া দশ মাসের কন্যা শিশু ফাতেমাকে আইনজীবী সেলিনা আক্তার দম্পতিকে প্রদানের সিদ্ধান্ত দিয়েছে আদালত। বুধবার ঢাকার শিশু আদালতের বিচারক (অতিরিক্ত মহানগর দায়রা জজ) মোঃ হাফিজুর রহমান এ আদেশ দেন। আগামী ২২ আগস্টের মধ্যে ওই দম্পতি শিশুটির নামে ৫ লাখ টাকা এফডিআর করে আদালতে ওই সংক্রান্ত প্রতিবেদন দাখিল করলে ওইদিন শিশুটিকে ওই দম্পতির হাতে তুলে দেয়া হবে। আইনজীবী সেলিনা ঢাকা আইনজীবী সমিতির সদস্য এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সিনিয়র ‘ল’ অফিসার হিসেবে কর্মরত আছেন। তার স্বামী মোঃ আলমগীর হোসেন একজন ব্যবসায়ী। দশ বছরের বিবাহিত জীবনে ওই দম্পতি নিঃসন্তান। আদালত আদেশ প্রদানের পর ওই দম্পতি জানান, আমাদের দশ বছর বিবাহিত জীবনে আমরা নিঃসন্তান। শিশুটিতে পেলে আমাদের সন্তানের স্বাদ পূরণ হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এর আগে আদালতে ৯ জন নিঃসন্তান দম্পতি শিশুটির হেফাজত পাওয়ার জন্য ওই আদালতে আবেদন করেন। এদিন বিচারক ওই সকল দম্পতির বক্তব্য পৃথকভাবে খাসকামরায় বসে শোনেন। এরপর আদেশ প্রদান করেন। আদেশ প্রদানের আগে বিচারক বলেন, যারা আবেদন করেছেন তারা সবাই শিশুটিকে হেফাজতে পাওয়ার যোগ্য। অনেক দম্পতি শিশুটির নামে বাড়ি-গাড়ি পর্যন্ত লিখে দিতে চেয়েছেন। তবে আদালত শুধু অর্থ সম্পদ বিবেচনায় আদেশ দিচ্ছে না। শিশুটির সার্বিক মঙ্গল বিবেচনায় নিয়ে আদেশ দিচ্ছে। আর ভবিষ্যতে যদি শিশুটির পিতা-মাতা পাওয়া যায় এবং তারা দাবি করেন তাদের হাতে তখন শিশুটিকে তুলে দিতে হবে।
×