ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্যা দুর্গতদের জন্য সরকারের ত্রাণ তৎপরতা নেই ॥ রিজভী

প্রকাশিত: ০৮:০৬, ১৭ আগস্ট ২০১৭

বন্যা দুর্গতদের জন্য সরকারের ত্রাণ তৎপরতা নেই ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বন্যা দুর্গতদের জন্য সরকারের ত্রাণ তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, উত্তরাঞ্চলের বানভাসি মানুষের জন্য সরকারের দৃশ্যমান কোন উদ্যোগ দেখছি না। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে খালেদা জিয়ার ৭৩তম জন্মদিন উপলক্ষে মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, সারাদেশের বন্যার্তদের জন্য সরকারের ত্রাণ তৎপরতা নেই এবং উপদ্রুত এলাকা থেকে মানুষকে যে উঁচু জায়গায় সরিয়ে নিতে হবে এরও দৃশ্যমান কোন তৎপরতা নেই। এ কারণে অসংখ্য মানুষ এখনও পানিবন্দী এবং চাল-ডাল দিলেও যে তারা রান্না করে খাবে সে রকম সুযোগ নেই। কোথাও রান্না করে নিয়ে যাবে সেই উপায়ও নেই। কারণ, রেললাইন ভেসে গেছে, রাস্তাঘাট ভেসে গেছে। ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না। সরকার শুধু লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে। এ বিষয়ে বর্তমানে লন্ডনে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার টুইট বার্তার কথা উল্লেখ করে রিজভী বলেন, তিনি দলের নেতাকর্মীদের বন্যা উপদ্রুত এলাকায় দ্রুত ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হকের অবস্থানের সমালোচনা করেন রিজভী বলেন, এত বড় আত্মবিক্রিকারী মানুষ সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতির পদ অলংকৃত করে ছিলেন? এ ধরনের লোকরা গুরুত্বপূর্ণ পদে থাকলে সমাজে ন্যায়বিচার থাকবে না, মানুষের নাগরিক অধিকার থাকবে না। খায়রুল হক শেখ হাসিনার নির্দেশ পালন করেছেন বলে মন্তব্য করেন রিজভী। বিএনপির মুখপাত্র বলেন, ক্ষমতাসীনরা আজকে ষোড়শ সংশোধনী বাতিলের রায় পরিবর্তনে ছোটাছুটি করছেন। যখন ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে প্রধান বিচারপতি মানুষের চিন্তা-চেতনা ও আশা-আকাক্সক্ষায় ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিয়েছেন তখন গোটা জাতির মধ্যে আশাবাদ ফুটে উঠেছে। কিন্তু একে ঠেকাবার জন্য প্রধান বিচারপতিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেররা কী পদত্যাগ করতে বাধ্য করছেন, না অন্যকিছু করতে বাধ্য করাচ্ছেন? দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।
×