ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ০৬:১১, ১৭ আগস্ট ২০১৭

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বুধবার দৈনিক জনকণ্ঠের তৃতীয় পাতায় ‘অরক্ষিত জবি ক্যাম্পাস, ছাত্রদল-শিবিরের দখল নেয়ার আশঙ্কা’ শিরোনামে প্রকাশিত সংবাদের একটি অংশের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)। সমিতির সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ কথা জানানো হয়। প্রতিবাদলিপিতে বলা হয়, প্রকাশিত সংবাদের উপ-শিরোনামে ‘বেগম খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের উপহার জবি সাংবাদিক সমিতি’ উল্লেখ করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রতিবেদনে জবিসাসকে জড়ানো হয়েছে। প্রতিবাদলিপিতে আরও বলা হয়, জবিসাস নির্বাচনের জন্য ১০ আগস্ট দিন নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে জবিসাস কার্যালয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন কোতোয়ালি থানা পুলিশ। নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ। নির্বাচন পরিদর্শন করেন জবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রক্টরিয়াল বডি ও পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার বদরুল হাসান রিয়াদ। পরে বিকেলে উপাচার্যের সম্মেলন কক্ষে নির্বাচনের ফল ঘোষণা করেন জবি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। প্রতিবাদলিপিতে জানানো হয়, নির্বাচনের পর নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসাইন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। প্রতিবাদলিপিতে আরও বলা হয়, বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আঁতাত করে জবিসাসের কমিটি গঠন করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হলেও তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই প্রতিবেদনে জবিসাসকে জড়িয়ে যে অংশটুকু রয়েছে তা প্রতিবেদকের মনগড়া। উদ্দেশ্যপ্রণোদিতভাবে জবিসাসকে জড়িয়ে প্রতিবেদন প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
×